দিল্লিতে কংগ্রেসের যে ভরাডুবি হতে চলেছে, বুথফেরত সমীক্ষার ফল সামনে আসার পর সেই দেওয়াল লিখনটা আরও স্পষ্ট💫 হয়েছে। সেই পরিস্থিতিতে খড়কুটোর মতো আত্মত্যাগের তত্ত্ব খাড়া করে মুখ বাঁচাতে চাইছে কংগ্রেস।
আরও পড়ুন : Delhi Exit Poll- আট সমীক্ষার ফলাফল এক নজরে
শনিবার দিল্লির ৭০টি আসনে ভোটগ্রহণ হয়। ত্রিমুখী লড়াই হিসেবে বলা হলেও আদতে লড়াইটা ছিল আপ ও বিজেপির মধ্যে। বুথফেরত সমীক্ষাতেও সেই পূর্বাভাস রয়েছে। যেখানে আপ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দেওয়♉া হয়েছে, সেখানে কংগ্রেসের দখলে বড়জোর দু-তিনটি আসন যেতে পারে।
আরও পড়ুন : Delhi Exit Poll: বুথফেরত সমীক্ষাকে⛦ পাত্ত🦂া দিচ্ছে না BJP, আত্মবিশ্বাসী AAP
এনিয়ে সংবাদসংস্♉থা এএনআইকে রাজ্যসভার সদস্য কেটিএস তুলসি বলেন, 'ভোট ভাগাভাগি আটকাতে মনে হচ্ছে কংগ্রেস নিজেকে উৎসর্গ করেছে। নাহলে বিজেপির জয় হত। নির্বাচনে কংগ্রেস যদি পূর্ণশক্তি নিয়ে ঝাঁপাত, তাহলে বিজেপি জিতে যেত।'
আরও পড়ুন : Delhi Assembly E♑lection 2020: প্রবীণতম! ১১০ বছর বয়সেও বুথে হাজির কালীতারা
এর আগে, রবিবার সকালেই আপের তারিফ করেছিলেন লোকসভায় কং💝গ্রেসের লোকসভা অধীর চৌধুরী। তিনি বলেন, 'যদি কেজরিওয়াল জেতেন তাহলে তা উন্নয়নমূলক কর্মসূচির জয় হবে।'
আরও পড়ুন : Delhi Assembly Election 2020: সর্বো꧑চ্চ ভোট পড়ল ৩ಞ সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে
দুই মন্তব্♏যের রেশ ধরে আসরে নেমেছে বিজেপি। তা🍌দের দাবি, বরাবরই আপের বি টিম হিসেবে কাজ করছে কংগ্রেস।
আরও পড়ুন : 'কমিশন কী করছে?', ভোটদানের হার প্রকাশ না🌊 হওয়ায় তোপ কেজরির
তবে কংগ্র﷽েসের এই আত্মত্যাগের তত্ত্বে অবাক নয় রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, ফল প্রꦕকাশের পর দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে তা ভালোভাবেই আঁচ করতে পারছে কংগ্রেস। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধিতার জিগির তুলে কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের।