রাষ্ট্রসংঘের মঞ্চেജ পাকিস্তানের প্রতিনিধি দলের তরফে জম্মু ও কাশ্মীর ইস্যু তোলার ঘটনার মোক্ষম জবাব দিয়ে দিলেন কংগ্রেসের সাংসদ রাজীব শুক্লা। রাষ্ট্রসংঘের মঞ্চ থেকেই তিনি পাকিস্তানকে কার্যত জম্মু ও কাশ্মীর ইস্যুতে গণতন্ত্র নিয়ে বড় পাঠ পড়িয়ে দিয়ে দিয়েছেন। শুক্লা বলেছেন যে পাকিস্তানের প্রতিনিধি দল ক্রমাগত কাশ্মীর ইস্যু তুলে ধরে এবং মিথ্যা তথ্য ছড়ায়, যদিও এর কোনও বাস্তবতা নেই।
পাকিস্তানকে টার্গেট করে রাজীব শুক্লার সাফ কথা, 'ওই প্রতিনিধি দল (পাকিস্তানের প্রতিনিধি দল) এই মঞ্চকে ফের ব্যবহার করে মিথ্যা আর ভ্রান্ত কথা ছড়াচ্ছে। ভ্রান্ত তথ্য ছড়ানো এই প্রতিনিধি দলের অভ্যাস।' রাজীব শুক্লার সাফ বার্তা, একই মাপদণ্ডে রেখে এই প্রতিনিধি দলের বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে মাপার প্রবণতা রয়েছে। আপ সেই নিরিখে পাকিস্তানকে খোঁচা দিয়ে রাজীব শুক্লার দাবি,' আমি স্পষ্ট করেই বলতে চাই। আসল গণতন্ত্রগুলি কার্যকরি হয় অন্যরকমভাবে। জম্মু ও কাশ্মীরের মানুষ রেকর্ড নম্বরে ভোট দিয়েছেন সদ্য সমাপ্ত ভোট পর্বে যা নিরপেক্ষ ও স্বচ্ছ্ব হয়েছে। কোনও ধরনে✤র ভুয়ো তথ্য বাস্তব সত্যকে পাল্টাতে পারবেনা।'
( JMB T♈error Module: মদত ISIর! রাজ্যের বহু জেলায় জঙ্গি মডিউল তৈরির প্ল📖্যান বাংলাদেশের জেএমবির, পরিকল্পনা কী?)
( Bank Holiday November: 2024: 🗹নভেম্বর ২০২৪-এ ছটপুজোর মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? শনি, রবি মিলিয়ে পুরো লিস্ট দেখে নিন)