শিয়রে লোকসভা ভোট। তার আগে, দিল্লি হাইকোর্টের এক রায়ে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। ১০৫ কোটি টাকা উদ্ধারে আয়কর দফতরের একটি নোটিস💛 এসেছিল জাতীয় কংগ্রেসের কাছে। সেই নোটিসে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়েছিল কংগ্রেস। সেই নোটিসে স্থগিতাদেশের আর্জি বুধবার খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা, পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই মামলা নিয়ে কোর্ট সাফ জানিয়েছে, আয়কর জরিমানা নিয়ে হস্তক্ষেপ করা হবে না। ITATর ৮ মার্চের নির্দেশে আপিল ট্রাইবুনাল আগেই খারিজ করে দেয় আয়কর নোটিসে কংগ্রেসের স্থগিতাদেশের আর্জি। ওই নির্দেশে হস্তক্ষেপ করার কোনও কারণ নেই বলে জানিয়েছে কোর্ট। তবে পাশাপাশি, কংগ্রেস যাতে আপিলেট ট্রাইবুনালে এই নয়ে নতুন মামলা করতে পারে তাতে ছাড় দিয়েছে কোর্ট। উল্লেখ্য🐈, এই মামলায় বকেয়া কর ও তার সুদ বাবদ মোট অঙ্ক দাঁড়িয়েছে ১৩৫ কোটির। এই ১৩৫ কোটির টাকার অঙ্কের তথ্য আয়কর বিভাগের আইনজীবীর তরফে কোর্টে জানানো হয়েছে। ‘বার অ্যান্ড বেঞ্চ’ এর খবর অনুযায়ী, ২০২১ সাল থেকে কংগ্রেসের বিরুদ্ধে যে পদক্ষেপ শুরু হয়েছে, তা ‘খারাপভাবে’ হ্যান্ডেল করা হয়েছে। এর আগে, ITAT র কাছে ১৩ ফেব্রুয়ারির আয়কর নোটিসে স্থগিতাদেশ জারির আর্জি করা হয়েছিল। সেই আর্জি ITAT খারিজ করে দেয়। সেই নোটিসে চাকা উদ্ধারের কথা বলা হয়েছিল। সেখানে অ্যাসেসিং অফিসার ১০৫ কোটির বেশি আয়কর দাবির প্রসঙ্গ তোলেন। সেখানে ২০১৮-১৯ সালের 'অ্য়াসেসমেন্ট ইয়ার' এর নিরিখে এই টাকার অঙ্কের প্রসঙ্গ আসে।
( CM পদ থেকে ইসܫ্তফার ২৪ ঘণ্টার মধ্যে MLA হিসাবেও পদত্যাগ খট্টরের, আগেই দিয়েছিলেন কোন ইঙ্গিতবহ বার্তা?)
( Mamata's Brother Babu Banerjee Video: 'আমি বিজেপিতে যাচ্ছি এটা ফেক নিউꦗজ', মমতার বিস্ফোরক মন্তব্যের পর বললেন ভাই বাবুন)
কংগ্রেসের দাবি, নিয়মের বাইরে গিয়ে আয়কর বিভাগ পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ১০৫ কোটি টাকা কাটার পথে হাঁটছে। ২০১৮-১৯ সালের মূল্যায়ন বর্ষ বা 'অ্য়াসেসমেন্ট ইয়ার'-এ দেখা গিয়েছে আয়করে অꦍনিয়মের ১০৫ কোটি টাকা হয়েছে। যার সঙ্গে সুদ যোগ করে মোট অঙ্ক দাঁড়াচ্ছে ১৩৫ কোটি টাকা। এর আগে কংগ্রেস দাবি করেছিল, তাদের ফান্ড ফ্রিজ নিয়ে আই🍷টি ট্রাইবুনালের নির্দেশ ‘গণতন্ত্রের ওপর হামলা’, যা ২০২৪ লোকসভা ভোটের ঠিক আগে আসে।