করোনাভাইরাꦚসে আক্রান্ত দেশ থেকে ফিরে কোনও হেলদোল ছাড়াই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। করোনা সন্দেহে হাসপাতালে ভরতি থাকা অবস্থায় পালিয়েছেন।
আরও পড়ুন : উহানের থেকেও একদিনে বেশি মৃত্যু ইত🥃ালিতে, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বাড়ল ৩৬৮
গত কয়েকদিন ধরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরকম একাধিক খবর মিলছে। তার জেরে সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে। প্রশাসনের তরফে ﷽সচেতন করা হলেও অনেকেই তা মানছেন না। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। সচেতনতা বাড়াতে তাই সোমবার নিজেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন🅷্দ্র মোদী।
আরও পড়ুন : করোনায় স্ত্রস্ত ISIS, বিদেশে যেতে 💝নিষেধ জঙ্গিদের, বারবার হাত ধোয়ার পরღামর্শ
এদিন দুপুরে একটি টুইটবার্তায় মোদী বলেন, 'ভারত কীভাবে COVID-19 ভাইরাস♋ আটকাচ্ছে, তার বিভিন্ন দিক তুলে ধরছেন অনেকেই। চিকিৎসক, নার্স, পুরকর্মী, বিমানবন্দরের কর্মী-সহ যাঁরা সামনে থেকে COVID-19-এর বিরুদ্ধে লড়াই করছেন, তাঁদের মনোবল বাড়াতে সাহায্য করবে এটা।'
আরও পড়ুন : করোনা উদ্বেগে অব্যাহত বাজারে পতন
এরপর কয়েকজন টুইটের উত্তর দেন মোদী। ভারত শক্ত যেভাবে হাতে করোনার মোকাবিলা করছে, তারও ভূয়সী প্রশংসা করেন অনেকে। এরকমই একজন বলেন, 'বেঙ্গালুরু থেকে যে𝄹 করোনা আক্রান্ত পালিয়েছেন♕, তাঁর সঙ্গে শতাব্দী এক্সপ্রেসে ছিলেন, এমন একজনকে চিনি আমি। অবিলম্বে শরীরের নমুনা পরীক্ষার জন্য তিনি মেসেজ পেয়েছেন।'
আরও পড়ুন : Coronavirus latest update in India: একদিনে ভারতে সর্বাধিক বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, সেরেꦓ উঠলেন ৪ জন
সেই টুইটের জবাবে মোদী বলেন, 'দায়িত্ববান নাগরিকরা COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাতে পারেন। আমি নিশ্চিত, আমাদে♛র নাগরিকরা এমন কাজ করবেন🌄, যা অন্যদের প্রাণ ঝুঁকির মধ্যে ফেলে দেয়।'
আরও পড়ুন : বাঙালি বিজ্ঞানীর হাত ধরে করোনা নিরাময়ের দিকে এক�𒁃�ধাপ এগোল গবেষণা
এ🐈দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত দেশে ১১০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর মধ্যে ১৩ জন সেরে উঠেছেন। হায়দরাবাদে ও দিল্লিতে একজনের মৃত্যু হয়েছে।