ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০,০ꦍ০০ ছাড়িয়ে গেল। আক্রান্তের দ্বিগুণ হওয়ার হার কমলেও উদ্বেগ🌄 কাটছে না।
১০৬ বছরের প্রাক্তন বিধায়ককে ফোন করে আশীর্বাদ চাইলেন মোদী
কঠিন সময় বড়দের থেকে আশীর্বাদ তো সবার লাগে। আম আদমি হোক বা দেশের প্রধানমন্ত্রী। ১০৬ বছরের উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক শ্রী নারায়ণকে ফোন করে বুধবার আশীর্বাদ চান মোদী। তাঁর শরীর স্বাস্থ্যের খোঁজও নেন তিনি। কঠিন সময়ে তাঁর থেকে আশীর্বাদ পাওয়ার জন্যেই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী, জানিয়েছে শতবর্ষ পেরোনো এই প্রাক্তন বিধায়ক। জনসংঘের আদি কর্মী শ্রী নারায়ণ উভয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করেছেন। ফোনে মোদী বলেন যে অনেকদিন কথা হয়নি, তাই আজ ফোন করলেন তিনি। শ্রী নাতায়ণ জানান যে পাঁচ দশক আগে নাগপুরে আরএসএস💝ের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর।
করোনা মোকাবিলায় মোদীর নেতৃত্বের প্রশংসা বিল গেটসের
চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন বিল গেটস। বললেন, 'ভারতে করোনাভাইরাসের সংক্রমণের হার কমাতে আপনি ও আপনার সরকার দেশজুড়ে লকডাউনের মতো দ্রুত যে পদক্ষেপ 💞করেছে, সেজন্য সেই পদক্ষেপ ও আপনার নেতৃত্বের প্রশংসা করছি।'
করোনার জেরে বাতিল অমরনাথ যাত্রা বাতিলের বিজ্ঞপ্তি বাতিল প্রশাসনের
করোনাভাইরাস প্রকোপের কারণে ২০২০ সালে অমরনাথ যাত্রা বাতিল হয়ে গেল। আজ একথা জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মূর্মূ। যে বিজ্ঞপ্তি জারি করে যাত্রা বাতিলের কথা জানানো হয়েছিল, তা কিছুক্ষণ পর অবশ্য বাতিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে।
বদনাম করতে রাজ্যকে ১০ হাজার ত্রুটিপূর্ণ র্যাপিড টেস্ট কিট দেওয়া হয়েছিল : মমতা
রাজ্যেকে যে ১০,০০০ র্যাপিড টেস্ট কিট দেওয়া হয়েছিল, সবকটিই ত্রুটিপূর্ণ। এমনটাই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, র্যাপিড টেস্ট কিটের 🐻মাধ্যমে ২২০ টি পরীক্ষা হয়েছিল। পুরো সময় অপচয় হয়েছে। একধাপ এগিয়ে মুখ্য🐽মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন, রাজ্যকে বদনাম করার জন্য ইচ্ছাকৃতভাবে ত্রুটিপূর্ণ কিট দেওয়া হয়েছিল।
২৪ ঘণ্টায় আক্রান্ত বাড়ল ১,৪৮৬
গত꧃ ২৪ ঘণ্টায় দ𝔉েশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১,৪৮৬। মৃত্যু হয়েছে আরও ৪৯ জনের।
দেশে করোনা আক্রান্ত ছাড়াল ২০ হাজার, মৃত্যু বেড়ে ৬৫২
ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেল। আজ বিকেল পাঁচটা পর্যন্ত দেশে ২০,৪৭১ জন করোন♒া আক্রান্ত হদিশ পাওয়া গিয়েছে। মৃত্যু হয়েছে ৬৫২ জনের। সেরে উঠেছেন ৩,৯৫৯ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।
চিনের দুটি সংস্থার পাঠানো র্যাপিড টেস্ট কিটে ত্রুটি : রিপোর্ট
দেশের ১৩ টি প্রথম সারির ডায়াগনস্টিক সংস্থা গুয়াংঝৌর একটি সংস্থা 🌞থেকে পাঁচ লাখের মতো র্যাপিড টেস্ট কিট এনেছিল। ঝুহাইয়ের আরও একটি সংস্থা ভারতের চারটি সংস্থাকে দু'লাখ কিট দিয়েছিল। তার কয়েকটি ত্রুটিপূর্ণ বেরিয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের খবর। এই টেস্ট কিটগুলি🎉 কোনও নির্দিষ্ট এলাকা বা হটস্পটে করোনার ট্রেন্ড দেখতে ও নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয়।
লকডাউন শেষের আটদিন আগে মোদীর 'মন কি বাত'
আগামী রবিব💖ার 'মন কি বাত'-এ অনুষ্ঠানে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠান। করোনার মোকাবিলায় দেশের অগ্রগতি নিয়ে তিনি🦂 কথা বলতে পারেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
করোনায় আক্রান্ত নন পাক প্রধানমন্ত্রী ইমরান : রিপোর্ট
🅘করোনাভাইরাসে আক্রান্ত নন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানাল সেদেশের একটি সংবাদমাধ্যম। এধি ফাউন্ডেশনের প্রধান ফয়সল এধির সঙ্গে দেখা করেছিলেন ইমরান। তারপর মঙ্গলবার পাক🍷 প্রধানমন্ত্রীর করোনা পরীক্ষা হয়েছিল।
পনেরো এপ্রিল উপস্থিত অফিসে, করোনায় আক্রান্ত বিমান মন্ত্রকের কর্মী
করোনায় আক্রান্ত হলেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক কর্মী। তিনি গত ১৫ এপ্রিল অফিসে গিয়েছিলেন। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মন্ত্রকের অফিস চত্বরে সব নিয়ম কঠোরভাবে পালন করা হচ্ছে। যে কর্মীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের স্বেচ্ছায় পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব গান্ধ🥂ী ভবনে মন্ত্রকের উইং সিল করে দেওয়া🍌 হয়েছে। নয়াদিল্লি পুরনিগমকে পুরো উইং জীবাণুনাশক করার নির্দেশ দেওয়া হয়েছে।
'ভালো কাজ করছেন, সুরক্ষা নিশ্চিত করব', চিকিৎসকদের আশ্বাস শাহর
করোনো যুদ্ধে অবদানের জন্য চিকিৎসকদের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ চিকিৎসক ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে নিরাপত্ꦐতার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। চিকিৎসকদের কা😼জেরও প্রশংসা করেন।
করোনা লকডাউনের জেরে বিশ্বে কমল দূষণ : রিপোর্ট
আন্তর্জাতিক বসুন্ধরা দিবসে ৫০ বছর পূর্তির সকালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, তিন সপ্𒉰তাহের লকডাউনে দূষণের মাত্রা অনেকটা কমেছে। গত বছরের ওই একই সময়ের তুলনায় মুম্বইয়ের বায়ুতে পিএম ২.৫-এর মাত্রা কমেছে ৩৪ শতাংশ। দিল্লিতে ক𝔍মেছে ৬০ শতাংশ ও করোনার উৎসস্থল উহানে কমেছে ৪৪ শতাংশ।
বাংলায় করোনা আক্রান্ত ৪০০ ছাড়াল
বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল। কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪২৩। মৃত্যু হয়েছে ১৫♔ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৭৩ জন।
একরাতে আক্রান্ত বাড়ল ৯৯৯
গত ১৫ ঘণ্টায় দেཧশ⛎ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৯৯৯। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৩৮৩।
দেশে করোনা সংক্রামিত ২০ হাজারের কাছে
গত ১৫ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল ৯৯৯। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,🃏৯৮৪। মৃত্যু হয়েছে ৬৪০ জনের। সেরে উঠেছেন ৩,৮৬৯ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।
আমেরিকায় একদিনে মৃত ২৭৫১
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আমেরিকায় ২,৭৫১ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিꦛন মুলুকে আট লাখের বেশি মানুষ করꦯোনার আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৪৪,৮৪৫ জনের। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৪০,০০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।