বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁইছুঁই।
বিশ্বে করোনা൲ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁইছুঁই। মৃতের সংখ্꧙যাও ১.১৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
14 Apr 2020, 10:29 PM IST
দিল্লির আরও সাত এলাকাকে সংক্রামিত ঘোষণা
দিল্লিতে সংক্রামিত এলাকায় তালিকায় জুড়ল আরও সাতটি �🔯�নাম।
14 Apr 2020, 10:04 PM IST
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে ২৬৮৪
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২,৬৮৪। আজ আরও ৩৫০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাও༒য়া গিয়েছে। মোট মৃত🐭্যু হয়েছে ১৭৮ জনের। তাঁদের মধ্যে আজ ১৮ জন মারা গিয়েছেন।
14 Apr 2020, 10:03 PM IST
রাজস্থানে করোনা আক্রান্ত ছাড়াল ১০০০
রাজস্থানে করোনা আক্রান্ত ১,০০০ ছাড়িয়ে গেল। রাজ্যে আজ আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০৫ জন জয়পুরের বাসিন্🌃দা। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০০৫।
14 Apr 2020, 09:11 PM IST
আবারও সুরাতে পরিযায়ী শ্রমিক জমায়েত
মুম্বইয়ের পর সুরাত। ভিটেয় ফেরার দাবি জানিয়ে সুরাতে জড়ো হয়েছিꦦল শ্রমিকদের একটি দল। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের বღাড়িতে ফেরানো হয়।
14 Apr 2020, 08:50 PM IST
প্রলুব্ধ হবেন না, কোনও বাস গ্রামে নিয়ে যাবে না,পরিযায়ী শ্রমিকদের আর্জি কেজরির
দিল্লিতে বসবাসকারী ও ভিনরাজ্যে মানুষদের আর্জি জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করতে পারেন। তাঁদের দ্বা▨রা প্রলুব্ধ হবেন না। কেউ আপনাকে আপনার গ্রামে নিয়ে য়েতে পারবে না। কেউ আপনাকে বলতে পারে, কোথাও একটা দিল্লি পরিবহন নꦑিগমের বাস দাঁড়িয়ে আছে। নিগমের কোনও বাস আপনাকে কোথাও নিয়ে যাবে না।
14 Apr 2020, 06:21 PM IST
বান্দ্রা স্টেশনের বাইরে হাজার মানুষের জমায়েত
বান্দ্রা স্টেশনের বাইরে বড়সড় জমায়েত। প্রায় হাজার জন হবে। সেখানে♌ মূলত পরিযায়ী শ্রমিকরা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ লাঠিচার্জ করেছে। তবে কী কারণে ওই শ্রমিকরা সেখানে জমায়েত করেছে, তা নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে মুখ খোলা হয়নি। তবে একটি মহল🤡ের তরফে বলা হচ্ছে, বাড়ি ফেরার জন্য ট্রেন পরিষেবা চালু করার দাবি জানাচ্ছেন তাঁরা।
14 Apr 2020, 05:58 PM IST
চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত বাড়ল ১৪৬৩
গত ২৪ ঘণ্টায় দেশে ১,৪৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা এখনও একদিনে♈ সর্বাধিক।
14 Apr 2020, 05:34 PM IST
দেশে করোনা আক্রান্ত বেড়ে ১০৮১৫, মৃত ছাড়াল ৩৫০
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,৮১৫। মৃত্যু হয়েছে ৩৫৩♋ জনের। সেরে উঠেছেন ১১৮৯ জন। একজন🍬 অন্যত্র চলে গিয়েছেন।
14 Apr 2020, 05:14 PM IST
সোমবার পর্যন্ত দেশে ২.৩১ লাখ নমুনা পরীক্ষা হয়েছে, জানাল ICMR
সোไমবার পর্যন্ত দেশে ২,৩১,৯০২ লাখ নমুনা পরীক্ষা হয়েছে। জানাল ICMR।
14 Apr 2020, 04:36 PM IST
দেরিতে কেনায় ভারতে টেস্টিং কিটের চরম সংকট, অভিযোগ রাহুলের
রাহুল গান্ꦆধী : টেস্টিং কিট দেরিতে কিনেছে ভারত। আর এখন টেস্টিং কিটের চরম সংকট হয়েছে। ১০ লাখ ভারতীয় পিছু ১৪৯ টেস্ট করে আমরা এখন লাওস (১৫৭), নাইজের (১৮২) ও হন্ডুরাসের (১৬২) সঙ্গে একই সারিতে রয়েছি। ভাইরাস মোকাবিলা✃য় মূল চাবিকাঠি হল প্রচুর মানুষের পরীক্ষা। বর্তমানে আমরা তার ধারেকাছে নেই।
14 Apr 2020, 03:25 PM IST
চলতি বছর ভারতের আর্থিক বৃদ্ধির হার শূন্য হবে, পূর্বাভাস Barclays-এর
২০২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার শূন্য হবে। ২০২১ সালে আর্থিক বৃদ্ধির গ্রাফ উর্ধ্বমুখী হলেও তা ০.৮ শতাংশের বেশি হবে না। এমনটাই পূর্বাভাস দিল Barclays। পাশাপাশি, ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোয় ভারতের ২৩৪.৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে বলে জ🎃ানিয়েছে সংস্থাটি।
14 Apr 2020, 02:31 PM IST
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে ২৪৫৫
মহারাষ্ট্রে আরও ১২১ জনের শরীরে করোনার অস𝐆্তিত্ব পাওয়া হিয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৪৫৫।
14 Apr 2020, 02:31 PM IST
আপাতত স্থগিত IPL
বিসিসিআই : সরকার আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোয় আ🌜পাতত আইপিএল স্থগিত রাখা হচ্ছে।
14 Apr 2020, 12:39 PM IST
৩ মে পর্যন্ত বাতিল ঘরোয়া-আন্তর্জাতিক বিমান পরিষেবা
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক : আগামী ৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্থগিত ক🐻রা হল সব ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান।
14 Apr 2020, 11:29 AM IST
মে মাসের তিন তারিখ পর্যন্ত স্থগিত যাত্রীবাহী ট্রেন পরিষেবা
লকডাউনের মেয়াদ বৃদ্ধির পরই আগামী ৩ মে পর্যন্ত দেশে সবধরণের যাত্রীꦜবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা কর🌞ল ভারতীয় রেল।
14 Apr 2020, 10:17 AM IST
আগামী এক সপ্তাহে লকডাউনের কঠোরতা আরও বেশি হবে : মোদী
আগামী এক সপ্তাহে লকডাউনের কঠোরতা আরও বেশি হবে। ২০ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি কোণায় কঠোর নজরদারি বাড়ানো হবে। সেখানে ঠিকঠাকভাবে কাজ করা হলে তারপর জরুরি পরিষেবার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। যেমন - হটস্পট কতটা কমেছে, আক্রান্তের সংখ্যཧা কীরকম রয়েছে - তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এনিয়ে আগামীকাল একটি নির্দেশিকা জারি করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরীব ভাইব🐬োনদের উপার্জনের কথা ভেবে।
14 Apr 2020, 10:11 AM IST
দেশবাসীর কীরকম কষ্ট হচ্ছে, তা জানি : মোদী
ভারতকে বাঁচানোর জন্য দেশের মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন। আমি জানি, কꦉীরকম কষ্টের মুখোমুখি হয়েছেন আপনারা। দেশবাসীর আত্মত্যাগের জন্য আমি তাঁদের অভিবাদন জানাতে চাই। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদཧী।
14 Apr 2020, 10:05 AM IST
দেশবাসীর তপস্যা-ত্যাগের জন্য ভারতে করোনার প্রকোপ অনেকটা মোকাবিলা করা গিয়েছে, বললেন মোদী
করোনার বিরুদ্ধে ভারতের লড়াই দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। দেশবাসীর তপস্যা, ত্যাগের🔴 জন্য ভারত করোনার প্রকোপ অনেকটা মোকাবিলা করতে পেরেছে। আপনারা কষ্ট সহ্য করে দেশ বাঁচিয়েছেন। আমি জানি, আপনাদের কত সমস্যা হয়েছে, তা জানি। সংবিধানে যে উই দ্য পিপল বলা হয়েছে, তার প্রমাণ এটাই।
14 Apr 2020, 09:50 AM IST
কিছুক্ষণের অপেক্ষা, সকাল ১০ টা থেকে জাতির উদ্দেশে ভাষণ মোদীর
আর কিছুক্ষণ পরেই জাত🍌ির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই লকডাউনের ভবিষ্যৎ স্পষ্ট হতে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
14 Apr 2020, 08:56 AM IST
দেশের করোনা মানচিত্র
দেশের কোন রাজ্যে করোন♏াভাইরাস 🙈আক্রান্তের সংখ্যা কীরকম। দেখে নিন।
14 Apr 2020, 08:51 AM IST
বাংলায় করোনা আক্রান্ত ২০০ ছুঁইছুঁই
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে🐼র ওয়েবসাইট অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৯০। ৩৬ জন সুস্থ হয়𒉰ে উঠেছেন। মৃত সাত।
14 Apr 2020, 08:42 AM IST
একরাতে সংক্রামিত ১০১১
গত ১৫ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়েছে 🎉১,০১১।
14 Apr 2020, 08:42 AM IST
দেশে করোনা আক্রান্ত ছাড়াল ১০ হাজার, মৃত বেড়ে ৩৩৯
ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত দেশে করো𒉰না আক্রান্তের সংখ্যা ১০,৩৬৩। মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। সেরে উঠেছেন ১,০৩৫। একজন অন্𒁃যত্র চলে গিয়েছেন।