সত্তর হাজারের কাছাকাছি গেলেও এতদিন সেই গণ্ডি ছাড়ায়নি দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেই উদ্বেগজনক মাইলস্টোনও পার হয়ে গেল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৩১০,২৩৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭৫,৭৬০ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। ওই সময়ের মধ্যে ১,০২৩ জনের মৃত্যু হয়েছে। ফলে সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০,৪৭২।সেই পরিস্থিতির মধ্যেই অবশ্য কেন্দ্র চতুর্থ পর্যায়ের আনলকের তোড়জোড় করছে বলে জানিয়েছেন আধিকারিকরা। সম্ভবত ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সেই পর্যায়ে মেট্রো পরিষেবা চালুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যে লোকাল ট্রেন শুরুর বিষয়েও ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। করোনার সংক্রমণ রুখতে যা গত মার্চের শেষভাগ থেকে বন্ধ আছে। সেক্ষেত্রে অবশ্য কেন্দ্রকে আশার আলো দেখছে সুস্থতার হার। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দেশে যেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭২৫,৯৯১, সেখানে ২,৫২৩,৭৭২ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। অর্থাৎ এখন দেশে যতজনের শরীরে করোনা আছে, তার তুলনায় তিনগুণ বেশি মানুষ সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ৫৬,০১৩ জন করোনা-মুক্ত হওয়ায় দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। সেখানে মোট আক্রান্তের নিরিখে সক্রিয় কেসের হার ২১.৮৭ শতাংশ।