সম্প্রতি চিনের একটি মডেলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, জুনের মাঝামাঝি ভারতে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫,০০০ ছুঁয়ে ফেলবে। হুবহু সেই পরিসংখ্যান মেলেনি। তা সত্ত্বেও উদ্বেগের লেশমাত্র কাটেনি। কারণ গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিতের সংখ্যা ১২,০০০ ছুঁইছুঁই।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২০,৯২২। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১১,৯২৯ জন। তার আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) সেই সংখ্যাটা ছিল ১১,৪৫৫।আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু খানিকটা কমেছে। ওই সময় দেশে ৩১১ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আগেরদিন মারা গিয়েছিলেন ৩৮৬ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯,১৯৫। গত কয়েকদিনের দৈনন্দিন মৃত্যুর হারের নিরিখে হিসেব করলে বুধবারের মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাবে।তারইমধ্যে মুম্বই, কলকাতা, দিল্লি, থানে, চেন্নাই, আমদাবাদ, ইন্দোর-সহ কয়েকটি শহরে করোনার দাপট ক্রমশ বেড়েই চলেছে। তার ফলস্বরূপ গত ১ জুন থেকে পরবর্তী দু'সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩০,৫৩৫ জন। ওই সময়ে মৃত্যু হয়েছে ৩,৮০১ জনের।এদিকে, সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা রোজই বাড়ছে। আপাতত ভারতের ১৬২,৩৭৮ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যা শতাংশের বিচারে ৫০.৫৯।