দৈনন্দিন করোনাাইরাস আক্রান্তের নিরিখে শনিবার আবারও ভারতে রেকর্ড তৈরি হল। গত ২৪ ঘণ্টায় প্রায় ৮৬,৫০০ জন সংক্রমিতের হদিশ মিলল।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৬,৪৩২ জন করোনার কবলে পড়ার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গিয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০২৩,১৭৯। আপাতত বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় ভারত তৃতীয় স্থানে আছে। তবে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের (৪,০৯১,৮০১) থেকে খুব একটা পিছিয়ে নেই ভারত। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ আমেরিকার দেশে করোনার সংক্রমণ কিছুটা কমার লক্ষণ দেখা গিয়েছে। কিন্তু গত তিনদিন ভারতে ৮০,০০০-এর বেশি নয়া আক্রান্তের হদিশ মিলেছে।করোনায় মৃত্যুর নিরিখেও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। যদিও দ্বিতীয় স্থানে ব্রাজিলের মৃতের সংখ্যা (১২৫,৫০২) অনেকটাই কম। তারইমধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় ১,০৮৯ জনের মৃত্যু হওয়ায় মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯,৯৬১। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭০,০৭২ জন করোনা আক্রান্ত সেরে উঠেছেন। তার ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা যুদ্ধে জিতেছেন ৩,১০৭,২২৩। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৭.২৩ শতাংশ। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬,৩৯৫। অর্থাৎ শতাংশের নিরিখে সক্রিয় আক্রান্তের হার দাঁড়িয়েছে ২১.০৪।