অগস্টেই করোনার তৃতীয় সংক্রমণ শুরু হবে ভারতে। এমনই দাবি করলেন আইআইটির গবেষক মথুকুমাল্লি বিদ্যাসাগর এবং মণীন্দ্র আগরওয়াল। পাশাপাশি গবেষকদের দাবি, অক্টোবরে করোনা সংক্রমণের হার শিখর ছুঁতে পারে। সেই সময় দৈনিক দেড় লক্ষ সংক্রমণ দেখতে হতে পারে দেশকে। ব্লুমবার্গের কাছে এমনই দাবি করেন আইআইটি হায়দরাবাদ এবং কানপুরের দুই গবেষক।দুই গবেষকের দাবি, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে কেরল-মহারাষ্ট্র। উল্লেখ্য, বর্তমানে দেশের মোট সংক্রমণের ৫১ শতাংশ কেরলে। এর আগে ভারতে সর্বাধিক করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল মহারাষ্ট্রে। এদিকে গবেষকরা বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ অতটাও মারাত্মক হবে না। ইতিমধ্যে কেরল, মহারাষ্ট্র-সহ ১০টি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।এখনও দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। র্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৭১৮ জন। এ দিকে, আজ থেকে পঞ্জাবে পুরোমাত্রায় শুরু হয়ে গেল স্কুল। সোমবার থেকে স্কুলের সব ক্লাস চালু করার অনুমতি দিয়েছে সরকার। প্রায় এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ স্কুলে যেতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। কোভিড বিধি মেনে ক্লাস করানো হচ্ছে।