কোথায় উইল লিখবেন ঠিক করুনএকটি সাদা কাগজে উইল বানাবেন। নির্দিষ্ট আইনি পন্থায় লিখতে হবে। কোথায় উইল লিখবেন ঠিক করুনপ্রথমেই নিজের সমস্ত সম্পত্তির একটি তালিকা তৈরি করুন।কিন্তু সম্পত্তির দাম উল্লেখ করার কোনও প্রয়োজন নেই।আপনার নিজের মালিকানা আছে, এমন জিনিসই লিখুন।উত্তরাধিকারীদের তালিকা তৈরি করুনপ্রথমেই সুবিধাভোগী, উত্তরাধিকারীদের তালিকা বানান।আপনার অবর্তমানে কে সুবিধাভোগী, উত্তরাধিকারীদের 'অভিভাবক' হবেন, সেটিও স্থির করুন।এরপর আপনার কোন সম্পত্তি, কে পাবেন- সেটি লিখতে শুরু করুন।দুই জন সাক্ষী নির্বাচন করুনআপনার পরিচিত কোনও চিকিত্সক আপনার এক নম্বর সাক্ষী হতে পারেন।দ্বিতীয় জন আপনার কোনও নিকট নিরপেক্ষ ব্যক্তি, আইনজীবী হতে পারেন।উইলে সই করুনআপনাকে এবং সাক্ষীদের সইসাবুদ করতে হবে।আপনার সাক্ষীদের যে আপনার উইল পড়তে দিতে হবে, জানাতে হবে, এমন কোনও মানে নেই।চিকিত্সক যেন সই করার সময়ে আপনার বর্তমান মানসিক, শারীরিক সুস্থতার বিষয়টিও উইলে উল্লেখ করে দেন।কম্পিউটারে উইল লিখছেন? সেক্ষেত্রে প্রিন্ট আউট বের করে হাতে করে সই করুন। ডিজিটাল সই চলবে না কিন্তু!