শনিবার কিউবার মাতানজাস শহরে একটি তেল স্টোরেজ বজ্রপাতের ফলে বিস্ফোরণ ঘটে। এর থেকে ভয়ানক আগুন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে জ্বালানি স্টোরেজের উপর বজ্রপাতের ফলে চারটি বিস্ফোরণ ঘটে। এর জেরে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়া🐠য় ১২১ জন আহত হয়েছেন এবং ১৭ জন দমকলকর্মী নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে। কিউবান কর্তৃপক্ষের তরফে ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে।
দমকলকর্মী এবং অন্যান্য বিশেষজ্ঞরা গভীর রাত পর্যন্ত মাতানজাস সুপারট্যাঙ্কার ঘাঁꦬটিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। জানা যায়, শুক্রবার রাতে বজ্রপাতের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ট্যাঙ্কারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ঘটনার কথা কিউবার জ্বালানি ও খনি মন্ত্রক টুইট করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, অগ্নিকাণ্ডের পরই দু🍌ব্রোক এলাকা থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়। ‘বন্ধু রাষ্ট্রে’র থেকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে কিউবার সরকার।
বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ডি কসিও বলেছেন, মার্কিন সরকার আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দিয়েছে। এর কয়েক কয়েক মিনিট পরেই রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ-ক্যানেল মেক্সিকো, ভেনিজুয়েলা, রাশিয়া, নিকারাগুয়া, আর্জেন্টিনা এবং চিলিকে🀅 তাদের সাহায্যের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। মেক্সিকো এবং ভেনিজুয়েলার তরফে সাহায্যার্থে পাঠানো ফ্লাইটগুলি শনিবার রাতে মাতানজাসের বিমানবন্দরে পৌঁছায়। জানা গিয়েছে, আগুনের তীব্রতা এত বেশি যে মাতানজাস শহরের থেকে ১০০ কিমি দূরে হাভানা পর্যন্ত আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে।