চেন্নাই বিমানবন্দরে আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী চক্෴রের পর্দা ফাঁস করল শুল্ক দফতর। বিমানবন্দরে লাউঞ্জে অবস্থিত একটি দোকানের আড়ালে গত কয়েক মাস ধরেই সোনা পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দোকান মালিক-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন আধিকারিকরা। জানা গিয়েছে, ওই দোকানের মালিক একজন ইউটিউবার। সোনা চোরাচালানের কাজে সাহায্য করার জন্যই ওই ইউটিউবার বিমানবন্দরে একটি খেলনা, ব্যাগের দোকান খুলেছিল। আর সেই দোকান হয়েই দেশে বিদেশে অনায়াসে সোনা পা൩চার করা হচ্ছিল।
আরও পড়ুন: গোপনাঙ্গে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, চেকিংয়ে ধরা পড়ল মহিলা, উদ্♛ধার ৬টি বার
শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ইউটিউবার তথা দোকান মালিকের নাম মহম্মদ সাবির আলি। আবুধাবিতে বসবাসকারী শ্রীলঙ্কার সোনা পাচারকারীরা সোনা পাচারে সাহায্য করার জন্য তাকে ৭০ লক্ষ টাকা দিয়েছিল। এরপর ⛄সেই টাকা দিয়ে মাসখানেক আগেই বিমানবন্দরের লাউঞ্জে একটি খেলনা, ব্যাগ বিক্রির দোকান খুলেছিল। তাতে বেশ কয়েকজন কর্মীও রেখেছিল। শুধু তাই নয়, সোনা চোরা চালানের সুবিধার্থে পাচারকারীরা, সাবির আলি এবং তার দোকানের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছিল𓆉। তারপরেই বিমানবন্দরের সেই দোকানের আড়ালে শুরু হয় সোনা পাচার। সূত্রের খবর, এই দোকানের মাধ্যমে গত দু'মাসের প্রায় ২৬৭ কেজি সোনাপাচার হয়েছে, যার বাজারদর প্রায় ১৬৭ কোটি টাকা। আর তার মধ্যে ইউটিউবার গত দু'মাসে ৩ কোটি টাকা আয় করেছে। এই পরিমাণ টাকা কমিশন হিসেবে তাকে দেওয়া হয়।