ভারতে সাইবার ক্রাইম বাড়ছে। গত কয়েক বছরে এই ধরনের অপরাধ যেভাবে বেড়েছে তাতে সাইবার প্রতারকরা বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করেছে। মানুষকে ঠকানোর জন্য সাইবার প্রতারকরা বিভিন্ন ধরনের পন্থা অব꧒লম্বন করে থাকে। যার মধ্যে সম্প্রতি ডিজিটাল গ্রেফতারি প্রতারণা বাড়ছে। আর এবার এভাবেই প্রতারণা করতে গিয়ে সত্যিকারের পুলিশের খপ্পরে পড়ল এক সাইবার প্রতারক। এমনই একটি ঘটনা ঘটেছে কেরলে।
আরও পড়ুন : অনলাইনে ক্যাব বুক🅰 করতে গিয়ে রোহিত শর্মার ফোন, কর্ণাটকে ৪ ল🌟াখ খোয়ালেন বাঙালি
ভুয়ো পুলিশ সেজে একজন সাইবার প্রতারক ভিডিয়ো কল করে একজন সত্যিকারের পুলিশ আধিকারিককে। মঙ্গলবার ত্রিশুর থানার এক পুলিশ আধিকারিককে ফোন করে ওই প্রতারক। ফোন করার সময় প্রতারক পুলিশের পোশাকে ছিল। তবে আসল পুলিশ দেখে ওই প্রতারকের একেবারে আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার অবস্থা। এ💎ই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, ওই সাইবার প্রাতারক পুলিশের উর্দি পরে বসে রয়েছে। তার পিছনে রয়েছে ভারতের পতাকা। সে নিজেকে মুম্বই পুলিশের একজন অফিসার বলে পরিচয় দেয়। তবে আসল পুলিশ অফিসার সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন। তাই প্রতারকের ভিডিয়ো কল পাওয়ার আসল পুলিশ আধিকারিক নিজের পরিচয় প্রকাশ্যে আনেননি। তিনি পুলিশের পোশাক পরে ডিউটিতে ছিলেন। তাই ফোন এমনভাবে ধরেন যাতে প্রতারক তাকে দেখতে না পারেন। এই সময়ের মধ্যে তিনি প্রতারকের সঙ্গে আলাপ জমান। অন্যদিকে, এই সময়ের মধ্যে প্রতারকের নাম, ঠিকানাও জেনে ফেলে পুলিশ। আসল পুলিশ আধিকারিক জানান, তাঁর মোবাইলের ক্যামেরা ঠিকমতো কাজ করছে না।