ফোনে ডার্ক মোডে করেন হোয়াটসঅ্যাপ? কিন্তু কম্পিউটারে সেই সুযোগ না পেয়ে হাপিত্যেশ করতেন? এবার হল আপনার সমস্যার সমাধান। হোয়াটসঅ্যাপ ওয়েবেও ডার্ক মোড ব্য়বহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। কয়েক সপ্তাহের মধ্যে গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। বছরের শুরুতে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে বহু প্রতীক্ষিত ডার্ক মোড শুরু করে ফেসবুক নিয়ন্ত্রণাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ। ধীরে ধীরে তাতে কিছু বদলও করা হচ্ছে। এবার হোয়াটসঅ্যাপ ওয়েব প্ল্যাটফর্মেও সেটিকে অ্যাক্টিভেট করা যাবে। এতে ডার্ক গ্রে ব্যাকগ্রাউন্ড থাকবে। টেক্সটের রং হবে কিছুটা হাল্কা যাতে পড়ার ক্ষেত্রে অসুবিধা না হয়। কীভাবে চালু করবেন হোয়াটসঅ্যাপ ওয়েবে ডার্ক মোড - ১. আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবটি খুলুন। ২. ডিসপ্লে পিকচারের ঠিক পাশে যে তিনটি ফুুটকি দেওয়া মেনু আছে, তাতে ক্লিক করুন। ৩. এরপর খুলবে সেটিং। ৪. সেখানে গিয়ে থিম সিলেক্ট করুন। ৫. থিম হিসাবে ডার্ক বেছে নেওয়া মাত্রই চালু হয়ে যাবে ডার্ক মোড। এছাড়াও এই থিমের সঙ্গে মানানসই গাঢ় রংয়ের ওয়ালপেপারও চালু করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট ওয়ালপেপার অপশনে গিয়ে বেছে নিন মনের মতো বিকল্প।