আর্থিক জালিয়াতি কাণ্ডে দেশের 'মোস্ট ওয়ান্টেড' দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। থানে জেলে বন্দি দাউদের ভাই ইকবালকে আপাতত ইডির🃏 হেফাজতের মধ𝔍্যে রাখা হচ্ছে। উল্লেখ্য, ওই আর্থিক জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদও। তার সঙ্গে থাকা শাগরেদদের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। সেই সূত্র ধরে ইকবালকে ইডি নিয়েছে হেফাজতে।
আজই ইকবালকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আদালতে তোলা হবে। বর্তমানে থানে জেলে বন্দি রয়েছে ইকবাল। তার বিরুদ্ধে তোলাবাজি সম্পর্কে একাধিক অভিযোগ রয়েছে। এর আগে মুম্বইয়ের একাধিক জায়গায় আর্থিক জালিয়ಌাতি ইস্যুতে প্রবল তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। তারপরই ইকবাল কসরকরে নিয়ে পদক্ষেপ শুরু করে ইডি। এদিকে, ইকবালকে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারির সময় বিচারক এমজি দেশপান্ডে জানিয়েছেন, অভিযুক্তরে নিরাপত্তা দিতে সমস্ত রকমের আয়োজন ইডিকে সেরে ফেলতে হবে ১৮ ফেব্রুয়ারির আগে।
উল্লেখ্য, পাকিস্তানে বহাল তবিয়তে বসবাসকারী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুম্বইয়ের বুকে একাধিক জায়গা থেকে তোলাবাজির। সেই ইস্যুতেই বৃহস্পতিবার মায়ানগরীর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। তারপরই দাউদের ভাই ইকবালকে নিয়♋ে কোমর কষতে থাকে ইডি। এছাড়াও দাউদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে , হাওয়ালা মারফৎ টাকা লেনদেনর। অন্যদিকে, মুম্বইয়ের বুকে অবৈধ জমি ও সম্পত্তি বিক্রির কারবারিও অভিযোগ রয়েছে দাউদের বিরুদ্ধে। উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বই সিরিয়াল ব্লাস্টের মাস্টারমাইন্ড দাউদের সঙ্গে সম্পর্কিত মুম্বইয়ের বুকে ১০ টি জায়গায় প্রবল তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।