পুরীতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের🅠 সময় মজুত রাখা বাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬ জন। মৃতদের সকলেই দগ্ধ অবস্থায় ভুবেনেশ্বর🦩ের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার আরও দুজনের মৃত্যু হয়। এছাড়াও, এখনও অনেকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে মৃতদের পরিবারে।
আরও পড়ুন: পুরীতে জগন্নাথের চন্দন যাত্রায়﷽ দুর্ঘটনা, বাজির স্তুপে আগুন লেগে দগ্ধ ২৫, মৃত✨ ১
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল গত বুধবার সন্ধ্যায়। এই ঘটনার পরে বৃহস্পতিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তিনি মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। এছাড়া, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। অতিরিক্ত মুখ্য সচিব, রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিশেষ ত্রাণ কমিশনারকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনা পরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আহতদের সঙ্গে এবং তাদের পরিবারে সঙ্গে দেখা করেন। প༺াশাপাশি তাদের চিকিৎসা যাতে কোনও খামতি না থাকে তা🅰র জন্য হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে তিনি ঘোষণা করেছিলেন।
বুধবার সন্ধ্যায় পুরীতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রা উৎসব পালন ﷽করছিলেন পুণ্যার্থীরা। তাতে প্রচুর ভক্তের সমাগম হয়। এই উৎসবকে কেন্দ্র করে বাজি-পটকা ফাটানো হচ্ছিল। সেই সময় আগুনের স্ফুলিঙ্গ কোনওভাবে বাজির স্তুপে গিয়ে পড়ে। তার ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আশেপা🍌শে থাকা পুণ্যার্থীরা আগুনের সংস্পর্শে চলে আসেন। প্রাণ বাঁচাতে অনেকেই সেখানে অবস্থিত একটি জলাশয়ে ঝাঁপ দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
নবীন পট্টনায়ক এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। তারপরেই তিনি মুখ্য সচিব এবং জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এবং ব্যবস্থা পর্যবেক্ষণ করার 🌸নির্দেশ দেন। আহতদের চিকিৎসার খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বহন করার কথা ঘোষণা করেন।
বিশেষ ত্রাণ কমিশনার জানিয়েছেন, বর্তমানে ২৪ জন আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের𒆙 চিকিৎসা চলছে। সরকার পুরো ঘটনার উপরে নজরদারি চালাচ্ছে। 🤡অন্যদিকে, পুরীর পুলিশ এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত ফৌজদারি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।