গুরুগ্রামে অবস্থিত টুইটারের অফিসে অভিযান চালাল দিল্লি পুলিশের বিশেষ সেল। জানা গিয়েছে গুরুগ্রাম ছাড়াও দিল্লি এনসিআর এলাকায় অবস্থিত লাডো সারাইতে থাকা টুইটারের আরও একটি অফিসে অভিযান চালিয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে কংগ্রেসের টুলকিট কাণ্ডে বিজেপি নেতা সম্বিত পাত্রের টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ সংক্রান্ত মামলায় তদন্তের স্বার্থে এই অভিযান চালানো হয়েছে।কয়েক ঘণ্টা আগেই সম্বিত পাত্রের টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ দেওয়ার ঘটনায় টুইটারকে একটি নোটিশ পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সেই নোটিশ পাঠানোর কিছুক্ষণ পরই টুইটারের অফিসে অভিযান চালায় দিল্লি পুলিশ। উল্লেখ্য, এর আগে সম্বিত পাত্র সহ ৫ পাঁচ বিজেপি নেতার টুইটকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' ট্যাগ দিয়েছিল টুইটার। এরপর টুইটারকে সেই ট্যাগ সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।এর আগে কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক মাইক্রোব্লগিং সাইট টুইটারকে কড়া ভাষায় একটি নোটিশ পাঠায়। তাতে ভারতীয় রাজনীতিবিদদের করা টুলকিট টুইটে 'ম্যানিপুলেটেড ট্যাগ' দেওয়ায় টুইটারকে কড়া কথা শোনানো হয়েছে। কেন্দ্রের দাবি, বিজেপি নেতাদের টুইটকে 'ম্যানিপুলেটেড ট্যাগ' দেওয়া পক্ষপাতদুষ্ট এবং একতরফা সিদ্ধান্ত। যদিও বিতর্কিত টুলকিটের সত্যতা নিয়েও তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে।কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের বক্তব্য, তদন্তাধীন কোনও বিষয়কে ইতিমধ্যে 'ম্যানিপুলেটেড ট্যাগ' দিয়েছে টুইটার। এর জেরে তদন্ত প্রভাবিত হতে পারে। এটি একেবারেই কাম্য নয় বলেও বলা হয়েছে কেন্দ্রের তরফে। এর জেরে টুইটারের গ্রোহণযোগ্যতা কমে যাচ্ছে বলেও অভিযোগ করা হয় কেন্দ্রের তরফে। তাই ন্যায়বিচারের স্বার্থে বিজেপি নেতাদের টুলকিট সংক্রান্ত টুইটগুলি থেকে 'ম্যানিপুলেটেড ট্যাগ' সরাতে বলে কেন্দ্র।