ভারতে প্রথম পাওয়া গিয়েছিল করোনা ভাইরাসের ডেল্টা বা B1.617.2 স্ট্রেন। সেই ভ্যারিয়েন্ট নাকি যুক্তরাজ্যে পাওয়া আলফার থেরে ৬০ শতাংশ বেশি সংক্রামক। শুধু তাই নয় ডেল্টা ভ্যারিয়েন্ট নাকি করোনা টিকার কার্যকারিতাও কমিয়ে দেয়। শ♔ুক্রবার যুক্তরাজ্যের কেন্টে অবস্থিত পাবলিক হেল্থ ইংল্যান্ড এই রিপোর্ট প্রকাশ করে।
এই বিষয়ে যুক্তরাজ্যের এক স্বাস্📖থ্য বিশেষজ্ঞ বলেন, 'পাবলিক হেল্থ ইংল্যান্ডের এক নয়া গবেষণায় দেখা গিয়েছে যে আলফা থেকে ৬০% বেশি সংক্রামক করোনা ভাইরাসের ডেল্টা স্ট্রেন।' এই স্ট্রেনের ডাবলিং রেট ৪.৫ থেকে ১১.৫ দিন হতে পারে বলে মত গবেষকদের। ডাবলিং রেট হল, বর্তমানের সংক্রমণের সংখ্যা কতদিনে দ্বিগণ হবে।
এর আগে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক গবেষণাতেও দাবি করা হয়েছিল, ব্রিটেনে যে আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল, তার থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট বা করোনাভাইরাসের B.1.617.2 স্ট্রেন প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক। এদিকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোꦉনার ভ্যাকসিন থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির প্রভাব ডেলটা ভ্যারিয়েনটের উপর মাত্র ৩২ শতাংশ। তাই এই ভ্যারিয়্যান্টের সংক্রমণ রুখতে ভ্যাকসিনের দুটি ড🤡োজের মধ্যে ব্যবধান কমানোর পরামর্শও দেওয়া হয়েছিল।
এদিকে এই ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের সব রাজ্যেই ছড়িয়ে পড়েছে। তবে এর সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়েছে দিল্লি, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, ওডিশা ও তেলাঙ্𝔉গানাতে। ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য মৃত্যুর হার ও রোগীর জটিলতাও বৃদ্ধি পাচ্ছে বলে মত গবেষকদের।