হরিয়ানার রোহতকের জেলা কারাগার থেকে ২০ দিনের জন্য ছাড়া পেয়েছেন গুরমীত রাম রহিম। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৫০ দিনের জন্য ছাড়া পেয়েছিলেন রাম রহিম। সেই সময় লোকসভা ভোট ছিল। আর এবার হরিয়ানার বিধানসভা ভোটের আগে প্যারোলে মুক্তি পেলেন রাম রহিম। আর তিনি বাইরে আসতেই নাকি ভক্তদের কাছে তাঁর প্রতিষ্ঠান আবেদন, নির্বাচনে যেন তাঁরা বিজেপিকে ভোট দেয়। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতি রাতে সিরসাতে ডেরা সচ্চা সৌদার সদর দফতরে অনুষ্ঠিত একটি সৎসঙ্গে এই বার্তা দেওয়া হয়েছিল। তবে আগের বারের মতো নাকি এবার সরাসরি মঞ্চ থেকে রাম রহিম এই আবেদন করেননি। বরং প্রতিষ্ঠানের কর্মীরা ভক্তদের মধ্যে এই বার্তা চুপিসারে ছড়িয়ে দিয়েছ। (আরও পড়ুন: ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত🔯 দাম পেল সেই মাছ?)
আরও পড়ুন: 'প্♍রমাণ মিলেছে...', আরজি কর কাণ্ডে আদালতে🎶 মুখবন্ধ খাম জমা করে বড় দাবি CBI-এর
আরও পড়ুন: পুজোর কথা মাথায় রেখে আজ✤ থেক𝔍ে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি
এর আগে চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ৫০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিল রাম রহিম। তার আগে ২০২৩ সালের নভেম্বরেও ২১ দিনের জন্য মুক্তি পেয়েছিল রাম রহিম। গত বছর সব মিলিয়ে তিনবার প্যারোলে মুক্তি পেয়েছিল সে। কেন একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়া রাম রহিমকে বারবার প্য়ারোলে মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সরকার প্রতিবারই বলছে, আইন মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। (আরও পড়ুন: একাকিত্বে ভুগছে সঞ্জয়, আরজি কর কাণ্ডে ধৃতক✃ে নিয়ে আদালতে বড় দাবি আইনজীবী কবিতার)
আরও পড়ুন: 'প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকায় নজর..♕.', আরজি কর কাণ্ডে আদালতে বিস্ফোরক CBI
আরও পড়ুন: নিম্নচাপ কেটে পুজো হবে ঝলমলে? নাক𝓰ি নতুন ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা? জানুন পূর্বাভা𓂃স
উল্লেখ্য, ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমীত রাম রহিমের উল্লখযোগ্য প্রভাব রয়েছে হরিয়ানা, পঞ্জাব এবং হিমাচলপ্রদেশে। এই আবহে ২০২১ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। ২০২২ সালেও হিমাচল বিধানসভা উপনির্বাচন এবং পঞ্চায়েত ভোটের আগে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। সেই সময় উত্তরপ্রদেশে বাঘপটে আয়োজিত তাঁর সৎসঙ্গে বিজেপি নেতাদের লাইন দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। (আরও পড়ুন: আজ আ𒆙সছেন কলক꧟াতায়, তার আগে লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথমবার ভোট দিলেন মনু ভাকের)
আরও পড়ুন: শারদীয়া উপলক্ষে𝔍 যা♈ত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক
প্রসঙ্গত, ২০০২ সালের ১০ জুলাই হরিয়ানার কুরুক্ষেত্রের খানপুর কোলিয়ান গ্রামে ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিতকে গুলি করে খুন করা হয়েছিল। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল, ডেরার সদর দফতরে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগে বেনামী চিঠি ছড়ানোর পিছনে রঞ্জিতের হাত আছে সন্দেহﷺে তাঁকে খুন করা হয়েছিল। সেই মামলাতে ২০২১ সালে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল রাম রহিমকে। অবশ্য রাম রহিম তার আগের থেকেই জেলে বন্দি। ২০১৭ সালের অগস্ট মাস থেকেই সে জেলে। দু'টি ধর্ষণ এবং অপর একটি খুনের মামলায় তাকে ২০ বছরের সা﷽জা দেওয়া হয়েছিল। এই আবহে বিগত বেশ কয়েক বছর ধরেই সে রোহতকের সুনারিয়া জেলে আছে। তবে প্রতি বছরই নিয়ম করে তিন-চারবার প্যারোলে মুক্তি পাচ্ছে রাম রহিম।