পুজো এলেই বাঙালিদের ঘুরতে যাওয়ার হিড়িক শুরু হয়। এই আবহে অনেকেরই পছন্দের বাহন ট্রেন। এই আবহে পুজোর দিনগুলিতে এবার ট্রেনের খাবারের মেন্যুতে থাকছে বড় চমক। রাজধানী, বন্দে ভারত, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসে মাছের কালিয়া, সরষে ইলিশ থেকে মোরগ পোলাও, থেকে শুরু করে বাঙালি আদলে মাংসের ঝোল পাওয়া যাবে বলে জানিয়েছেন আইআরসিটিসির পূর্বাঞ্চলের এজিএম (ক্যাটারিং) কৌশিক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, সন্দেশ, বাঙালি নিরামিষ থালি। সেই থালিতে থাকবে বাসন্তী পোলাও, লুচি, আলু বা বেগুন ভাজা, ভাজা মুগের ডাল, দই-পটল বা ছানার ডালনা অথবা নবরত্নকারি। এদিকে অষ্টমী উপলক্ষে বিশেষ প্ল্যাটারে থাকবে মালাই কোফতা, আলু-পনির, মটরশুটির তরকারি, চাটনি, পাঁপড়, রাজভোগ ও মিষ্টি। এদিকে হাওড়া, শিয়ালদার মতো বড় স্টেশনগুলির ফুডপ্লাজাতেও মিলবে এই খাবার। (আরও পড়ুন: পুজোর কথা মাথায়ℱ রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি)
আরও পড়ুন: ﷽২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হল🔥ে কত দাম পেল সেই মাছ?
আরও পড়ুন: নিম্নচাপ কেটে পুজো হবে ঝলমলে? নাকি নতুন ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা? জানুন পূর্বাভা𒐪স
এদিকে পুজো এলেই যে সবাই শুধু বাইরে ঘুরতে যান তেমন না। অনেকেই বাংলার মাটিতে থেকেই পুজো দেখতে পছন্দ করেন। এই আবহে শহরতলি এমনকী দূরের জেলা থেকেও অনেকে কলকাতায় আসেন বড় বড় পুজো দেখতে। সেই সব যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদা থেকে বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চালু করছে পূর্ব রেল। রিপোর্ট অনুযায়ী, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদা ডিভিশনে মোট ২০টি পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ১৮টি চলবে রাতে। দুটি চালানো হবে দুপুর-বিকেল করে। (আরও পড়ুন: 'প্রমাণ🌟 মিলেছে...', আরজি কর কাণ্ডে আদালতে মুখবন্ধ খাম জমা করে বড় দাবি CBI-এর)
আরও পড়ুন: একাকিত্বে ভুগছে সঞ্জয়, আরজি কর কাণ্ডে ধৃতকে নিয়ে আদালতে বড় 🥃দাবি আইনজীবী কবিতার
জানানো হয়েছে, শিয়ালদা-রানাঘাট লাইনে ষষ্ঠী থেকে পুজোর দিনগুলিতে রাত ১২ টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। সেই ট্রেন রাত ২ টো ৩০ মিনিটে রানাঘাটে পৌঁছাবে। এদিকে রানাঘাট থেকে শিালদাগামী বিশেষ ট্রেনটি ছাড়বে রাত ১১ টা ৪৫ মিনিটে। সেটা শিয়ালদায় পৌঁছাবে রাত ১ টা ৪০ মিনিটে। এছাড়া শিয়ালদা কল্যাণী লাইনে রাত দেড়টা এবং আড়ইটে নাগাদ শিয়ালদা থেকে দুটো ট্রেন ছাড়বে। এদিকে কল্যাণী থেকে শিয়ালদাগামী বিশেষ ট্রেন ছাড়বে রাত ১২টা ১০ মিনিট এবং রাত ৩টের সময়। এছাড়া রানাঘাট-কৃষ্ণনগর লাইনে রাত পৌনে ১২টা নাগাদ বিশেষ ট্রেন ছাড়বে রানাঘাট থেকে। ওদিকে কৃষ্ণনগর থেকে বিশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১২টা নাগাদ। শিয়ালদা-বনগাঁ লাইে রাত ১টা ২০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে। ওদিকে বনগাঁ থেকে বিশেষ ট্রেন ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। এছাড়া শিয়ালদা-ডানকুনি, শিয়ꦕালদা-বারুইপুর এবং শিয়ালদা-বজবজ লাইনেও বিশেষ ট্রেন ছুটবে এই সময়ে।