ডিরেক্টোরেট অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএর কড়া পদক্ষেপের মুখে পড়ল এয়ার ইন্ডিয়া। এয়ারℱ ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ, তারা অযোগ্য পাইলট ও বিমানকর্মীদের ওপর বিমানের কার্যভার রেখেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ৯৮ লাখের জরিমানা ধার্য করেছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়াকে ঘিরে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ডিজিসিএ। ডিরেক্টর অপরেশনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে, এছাড়াও ৩ লাখ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর অফ ট্রেনিং-এও ধার্য করা হয়েছে। ডিজিসিএ বলেছে, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট পাইলটকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মেসার্স এয়া♑র ইন্ডিয়া লিমিটেড এক নন-ট্রেনার লাইন ক্যাপ্টেন দ্বারা পরিচালিত একটি নন-লাইন-রিলিজ ফার্স্ট অফিসারের সাথে জুটিবদ্ধভাবে একটি ফ্লাইট পরিচালনা করে, যা নিরাপত্তার দিক থেকে নিয়ন্ত্রক দ্বারা একটি গুরুতর প্রভাববিস্তারকারী ঘটনা।’ঘটনাটি ১০ জুলাই এয়ার ইন্ডিয়ার জমা দেওয়া একটি স্বেচ্ছাসেবী প্রতিবেদনের মাধ্যমে ডিজিসিএর নজর🌼ে আসে। একথা জানিয়েছে ডিজিসিএ। এরপরই ডিজিসিএ একটি তদন্ত শুরু করে। পরে ডিজিসিএ জানতে পারে, একাধিক নিয়ম লঙ্ঘন হয়েছে।
( Rain Forec♕ast Monsoon in WB:ভরা ভাদ্রে তেড়ে বর্ষণ! ভা🦩রী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? আবহাওয়ার খবর একনজরে)