বিজেপিতে থাকাকালীন সাংসদ অর্জুন সিংকে ঘিরে থাকত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এদিকে তিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন। আর তিনি পুরানো ঘরে ফিরতেই তাঁর কেন্দ্রীয় নিরাপত্ত🍌াও প্রত্যাহার করে নিয়েছে সরকার। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। কিন্তু সেখানেও কার্যত বড় ধাক্কার মুখে পড়লেন তিনি। সাংসদকে কোনও অন্তর্বর্তীকালীন নিরাপত্তা নয় বলে জানিয়ে দিয়েছে আদালত।
আদালতের পর্যবেক্ষণ, আপনার অনুগামীরা আপনাকে ফলো করবে। এতে অসুবিধা কোথায়? আসলে অর্জꩵুন সিংয়ের দাবি ছিল, ব্যারাকপুরের মতো জায়গায় নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে তাঁর। শয়ে শয়ে সমর্থক ঘিরে থাকেন তাঁকে। আর এরপরই অনুগামীদের প্রসঙ্গ তুলে ধরেছে আদালত।
এর সঙ্গেই কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ শুক্রবার জানিয়েছে, কার উপর কেমন হুমকি রয়েছে তার উপর নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। কোনও রাজনৈতিক দলের উপর এটি নির্ভর করে না। আগামী ২০ জুলাই এই ম🎐ামলার পরবর্তী শুনানি হবে।
তবে রাজ্য়ের তরফে 🐓আইনজীবী অনির্বান রায় আদালতে জানিয়েছেন, সাংসদ নন অথচ শুধু পদাধিকার বলে অনেকেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন। তবে কেন্দ্রের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানিয়েছেন,অর্জুন সিংকে যখন নিরাপত্তা দেওয়া হয়েছিল তখন রাজ্যের নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা হয় কার কার নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে।