কিয়েভে আটকে পড়া ভারতীয় মেডিকেল পডুয়াদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন। একটি হেল্প ডেস্ক করার জন্য আবেদন জানিয়েছে আইএমএ। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া ডাক্তারি পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তা করার জন্যও আবেদন জানিয়েছে আইএমএ। ঠিক কী লিখেছে আইএমএ?IMA চিঠিতে জানিয়েছেন, 'আপনি অবগত আছেন হাজার হাজার ভারতীয় ছাত্র যাঁরা ইউক্রেনে ডাক্তারি পড়ছেন তাঁরা আটকে পড়েছেন। বেশিরভাগেরই ফেরার মতো আর্থিক সামর্থ্য নেই। অন্যদিকে যাঁদের সামর্থ্য় রয়েছে তাঁরা প্রতিকূল পরিস্থিতির জন্য় এগোতে পারছেন না। প্রতিদিনকার রেশনেও এবার ঘাটতি হচ্ছে। তাঁদের পক্ষে টিকে থাকাই এবার কষ্টের হয়ে যাচ্ছে। আমরা ফের সরকারের কাছে আবেদন জানাচ্ছি তাদের আর্থিকভাবে সহায়তা করুন। তাদেরকে সেখান থেকে বের করার জন্য় সররকম প্রচেষ্টা করুন। শুধু তাদের জন্য় একটি হেল্পডেস্ক করা অত্যন্ত প্রয়োজনীয়,' চিঠি লিখে জানিয়েছে আইএমএ। এদিকে কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, বিকল্প রুটে ভারতীয় ছাত্রদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে তাদের একটা পয়সাও লাগবে না। এদিকে হাঙ্গেরিতে থাকা ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই জানিয়েছে, হাঙ্গেরি ও রোমামিয়ার রুটে তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আটকে পড়া ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হয়েছে, পাসপোর্ট, মার্কিন ডলার, প্রয়োজনীয় জিনিসপত্র ও ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট সঙ্গে রাখুন। এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই বৃহস্পতিবার রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরির বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।