বাংলা নিউজ > ঘরে বাইরে > Kamala Harrris On Trump’s IVF Comment: ‘আমিই IVF-র জনক!’ ট্রাম্পের দাবি শুনে ‘রেগে বোম’ কমলা হ্যারিস, বললেন…
Kamala Harrris On Trump’s IVF Comment: নিজেকে আইভিএফ-র জনক বলে দাবি করছে𓂃ন ডোনাল্ড ট্রাম্প। আর এই দাবিকেই আজব বলে মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। পেনসিলভানিয়া থেকে এয়ার ফোর্স২-তে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন কমলা হ্যারিস। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পের উদ্ভট নীতি
ট্রাম্পের দাবিকে উদ্ভট বলার পাশাপাশি গর্ভপাতের সমস্যা নিয়েও মুখ খুলেছেেন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তাঁর কথায়, মারဣ্কিনি মহিলাদের বর্তমানে যে ‘গর্ভপাতের বিধিনিষেধ বা সীমিত গর্ভপাত’-এর নিয়ম মেনে চলতে হয়, তার অন্যতম কারণ ট্রাম্পের উদ্ভট নীতি। এসব উদ্ভট কথা না বলে সেই নীতির দায় তাঁর নেওয়া উচিত বলে মন্তব্য করেন কমꦺলা হ্যারিস।
আইভিএফ পদ্ধতির ‘জনক’
আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি এখন অনেকেই বেছে নিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে এটি বেশ প্রচলিত পদ্ধতি। সম্প্রতি নিজের ভোটব্যাঙ্ক পোক্ত করার উদ্দেশ্যে একটি সভায় এই নিয়েই মোক্ষম কথ🌄া বলে বসলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির নেতা মহিলাদের একটি জনসভায় নিজেকে আইভিএফ-র জনক বলে উল্লেখ করেন।আরও পড়ুন - Nal Sa💙nkranti 2024: গর্ভস্থ নারীজ্ঞানে পূজিত হয় ধান, নল সংক্রান্তির নেপথ্যে এই বিজ্ঞানও নিহিত