এক বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত অনুদান ২৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। গত আর্থিক বছরে বিজেপির প্রাপ্ত অনুদানের পরিমা✃ণ ৬১৪ কোটি ৬০ লক্ষ টাকা। অন্য দিকে কংগ্রেসের অনুদানপ্রাপ্তি ৯৪ কোটি ৪ লক্ষ টাকা। অ্যাসোশিয়েশন ফর ডেমক্রেটিক (এডিআর) নামে একটি নির্বাচনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚী নজরদারি সংস্থার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
গত আর্থিক বছরে জাতীয় রাজনৈতিক দলগুলি ২০ হাজার টাকার উপরে যে অনুদান পেয়েছে, তার একটি হিসাব তুলে ধরেছে সংস্থাটি। এই রিপোর্টে দেখা যাচ্ছে, মোট ৭১৪১টি অনুদান থেকে মোট ৭৮০.৭৭৪ কোটি টাকা পেয়েছে রাজনৈতিক দলগুলি। এর মধ্যে, ৪৯৫৭ টি অনুদান থেকে বিজেপি পেয়েছে ৬১৪.৬২৬ কোটি টাকা। অন্য দিকে কংগ্রেস, ১২৫৫টি অনুদান থেকে পেয়েছে ৯৫.৪৫৯ কোটি টাকা। ওই রিপোর্টে উঠে এসেছে, অনুদান প্র🦹াপ্তির যে হিসাব রাজনৈতিক দলগুলি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস, এনসিপি, সিপিআই, সিপিএম, এনপিইচি এবং তৃণমূল সব মিলিয়ে যে পরিমাণ অনুদান পেয়েছে, তার তিনগুণ পেয়েছে বিজেপি।
এখানে উল্লেযোগ্য বিষয় হল, টানা ১৬ বছর ধরে বহুজন সমাজপার্টি দাবি করে আসছে, তারা ২০ হাজার টাকার বেশি অনুদান পায়নি। রিপোর্টে বলা হয়েছে, ‘২০২১-২২ অর্থ বছরে জাতীয় দলগুলির আয় সব মিলিয়ে 🍨১৮৭.০২৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে যা ২০২০-২১ অর্থ বছরের তুলনায় ৩১.৫০ শতাংশ বেশি।’ ২০২১-২২ অর্থবর্ষে বিজেপির অনুদান বাবদ আয় হয়েছিল ৪৭৭.৫৪৫ কোটি টাকা। সেই আয় ২০২১-২২ অর্থবর্ষে ২৮.৯০ শতাংশ বেড়ে হয়েছে ৬১৪.৬২৬ কোটি টাকা।
এডিআরের রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেস আয় ২০২০-২১ অর্থবরℱ্ষে ছিল ৭৪.৫২৪ কোটি টাকা♔ ২০২১-২২ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৯৫.৪৫৯ কোটি টাকা। রিপোর্টে আরও বলা হয়েছে, গত আর্থিক বছরের তুলনা সিপিএমের ২২.০৬ শতাংশ, এনপিইপি-র ৪০.৫০ শতাংশ অনুদান কমেছে।
কংগ্রেসের অনুদান ২০২০-২১ অর্থবছরে ৭৪.৫২৪🎉 কোটি টাকা থেকে বেড়ে ২০২১-২২ অর্থ বছরে হয়েছে৯৫.৪৫৯ কোটি। যদিও কংগ্রেসের প্রাপ্ত অনুদান ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থ বছরে ৪৬.৩৯ শতাংশ কমেছে।
এডিআর-এর হিসাব রিপোর🅘্ট অনুযায়ী, বিজেপি গত বছর অন্যান😼্য রাজনৈতিক দলগুলির ঘোষিত অনুদানের (৭৭.০৭৫ কোটি টাকা) তুলনায় সাতগুণেরও বেশি (৫৪৮.৮০৮ কোটি টাকা) কর্পোরেট অনুদান পেয়েছে।