এনডিএর তরফে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দ্রৌপদী মুর্মু। ওড়িশার প্রত্যন্ত গ্রাম থেকে তিনি পৌঁছে যেতে পারেন রাষ্ট্রপতির মর্যাদায়। এনিয়ে গোটা দেশ জুড়ে চর্চা। তার মধ্যেই শনিবার কলকাতায় আসার কথা ছিল তাঁর। তবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সেই কর্মসূচি স্থগিত করা হয়। তবে সূত্রের খবর, সোমবার তিনি পা রাখতে পারেন কলকাতায়। নিউটাউনের একটি বেসরকারি হোটেলে তাঁর থাকার কথা রয়েছে। আর মঙ্গলবার তিনি ওই হোটেলেই বিজেপি বিধায়কদের নিয়ে বসতে পারেন বলে খবর। বিমানবন্দরে নামার পরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে অভ্যর্থনা জানাবেন বলে কথাবার্তা চলছে।এদিকে দেশের বিভিন্ন প্রান্তেই ভোটের জন্য় আবেদন করছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী। সেই নিরিখে তিনি এবার বাংলাতেও আসছেন। এদিকে তৃণমূলও যাতে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করে সেকারনে চিঠি পাঠিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু পত্রপাঠ নাকচ করে দিয়েছে ঘাসফুল শিবির। তবে মঙ্গলবারের বৈঠকে কোন বিজেপি বিধায়করা থাকবেন তা নিয়েও চর্চা চলছে।সূত্রের খবর, বিজেপি বিধায়কদের মধ্যে বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি অসুস্থতার জন্য় উপস্থিত না থাকতে পারেন। অন্য়দিকে অর্জুন পুত্র পবন সিংহকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।