১৫ বছরের পুরানো গাড়ি যাতে রাস্তায় না চলে সেকারনে আগেও নানা কড়া উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। তবে এবার সেই গাড়িগুলিকে বাতিল করতে কৌশল প্রয়োগ করল দফতর। নয়া পলিসি আগামী ১লা এপ্রিয় থেকে লাগু করার ব্🍬যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে। নয়া পলিসিতে ১৫ বছরের পুরানো কোনও গাড়ি যদি ফিটনেস ও দুষণের পরীক্ষায় পাশ না করতে পারে তবে সেগুলিকে বাতিল করা বাধ্যতামূলক করা হচ্ছে। এদিকে মন্ত্রক সূত্রে খবর, ভারতে প্রায় ১৭ লক্ষ পুরানো বাণিজ্যিক গাড়ি কোনও বৈধ সার্টিফিকেট ছাড়াই রয়েছে। ২০ ব🉐ছরের পুরানো লাইট মোটর ভেহিকেল রয়েছে প্রায় ৫১ লাখ।
এবার দেখা যাক কী বলা হচ𒆙্ছে নয়া পলিসিতে? বর্তমানে একটি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি পড়ে মোটামুটি ৩০০ টাকা। এদিকে ১৫ বছরের পুরানো বাইকের রেজিস্ট্রেশন রিনিউ করতে গেলে লাগবে প্রায় হাজার টাকা। এই ফি বাড়ানোর একটা কারণ যাতে বাসিন্দারা ১৫ বছরের পুরানো গাড়ি ব্যবহার না করেন। শুধু ফিটনেস সার্টিফিকেটের জন্য লাগবে ৫০০ টাকা। এদিকে নতুন গাড়ির রেজিস্ট্রেশন বর্তমানে লাগে ৬০০ টাকা। ১৫ বছরের পুরানো গাড়ির জন্য সেই ফি লাগবে ৫ হাজার টাকা। ভারী যানবাহনের জন্য রিনিউয়াল ফি করা হয়েছে দেড় হাজার টাকা। মাঝারি যানবাহনের জন্য ফি লাগবে হাজার টাকা। তিন চাকার মোটর ভেহিকেলের জন্য় এই পুননর্বীকরণের জন্য লাগবে ১০ হাজার টাকা। লক্ষ্য একটাই যাতে এই ফি এর বহর দেখে আপনি পুরানো গাড়িটি বাতিল করে দেন।