জমি বিবাদের জের൩ে ভাইপোর অণ্ডকোষে কামড় দিয়েছিলেন কাকিমা। তাতেই প্রাণ গেল এক যুবকের। ঘটনা বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দির। নিহত সুমন মিয়া (৩৬)। ঘটনায় নিহতের কাকিমাসহ ৪ জনকে গ্রেফতার করেছে সেদেশের সেনাবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে দাউদকান্দি থানার পুলিশ।
আরও পড়ুন - আরজি করের সেমিনার রুমে ধর্ষণ-খু🧸ন, পুলিশ কি ঘুমোচ্ছিল? অতিরিক্ত ওসিকে তলব করল CBI
পড়তে থাকুন - RG কর নিয়ে পড়ুয়াদের প্র❀তিবাদ রোখার চেষ্টা? স্কুলে-স্কুলে নির্🍨দেশ, ‘হীরক রানি……’
জানা গিয়েছে, নিহত সুমনবাবু নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে তিনি দেখেন কাকিমা পারুল আখতার ও তাঁর পরিবারের সদস্যরা সুমনবাবুর জমিতে গাছ লাগা🐓চ্ছেন। সেখানে গাছ লাগাতে কাকিমাকে বারণ করেন যুবক। এতে ক্ষুব্ধ হয়ে কাকিমা সুমনবাবুকে গালি গালাজ করতে থাকেন। ঘটনার কথা জানাতে কাকার কাছে যান সুমনবাবু। তখন তাঁর খুড়তুতো ভাই ও বোন তা𝕴ঁকে মারধর করে বলে অভিযোগ। এরই মধ্যে কাকিমা পারুল আখতার সুমনবাবুর অণ্ডকোষ কামড়ে দেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুমনবাবুকে নিয়ে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ছোটেন পরিজনরা। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিছন পিছন হাসপাতালে পৌঁছন তাঁর কাকা ও✨ কাকিমা। সেখানে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে জনতা। খবর পেয়ে পুলিশ ও সেদেশের সেনাবাহিনী পৌঁছে কাকা আলি মিয়া ও কাকিমা পারুল আখতারকে আটক করে নিয়ে যায়। পরে আটক করা হয় তাঁদের ২ সন্তানকেও। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাউদকান্দি থানায়। সেখান থেকে দেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
আরও পড়ুন - নবান্ন অ💙ভিযানে অনুমতি কলকাতা হাইকোর্টের, রাজ্যের আবেদন খারিজ ডিভিশন বেঞ্চে
নিহত সুমন মিয়ার ২টি সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সালমা আখতার ꦦদৃশ্যত ভেঙে পড়েছেন। বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। দোষীদের ফাঁসির দাবি তুলেছেন তিনি।
দাউদকান্দি থানার আধিকারিক সুমন মজুমদার জানিয়েছেন, ♛খুনের অভিযোগ দায়ের করে তদন্ত ෴শুরু হয়েছে।