এয়ারব্যাগে ত্রুটি ধরা পড়েছে। তার জেরে এবার Dzire S Tour sedan-এর কিছু গাড়িকে ডেকে পাঠাচ্ছে মারুতি সুজুকি।মারুতি সুজুকির তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই ধরনের সন্দেহভাজন গাড়িগুলির মালিককে, চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে এয়ারব্যাগ কন্ট্রোল ইউনি𒀰টটꦫিকে রিপ্লেস না করা পর্যন্ত এই গাড়ি আর চালাবেন না।
সংস্থা সূত্রে খবর, ওই গাড়ি প্রস্তুতকারী সংস্থা নতুন এয়ারব্যাগ প্রতিস্থাপনের যে খরচ হবে তা বহন করবে। যে ইউনিটগুলিকে ডেকে পাঠানো হচ্ছে সেগুলি মূলত ৬ অগস্ট ⛦থেকে ১৬ অগস্টের মধ্যে তৈরি হয়েছে। মোট ১৬৬টি ইউনিটকে ডেকে পাঠানো হচ্ছে বলে খবর।
মারুতি সুজুকির তরফে জানানো হয়েছে, গাড়িগুলিতে কিছু ত্রুটি ধরা পড়েছে। তার জেরেই সেগুলিকে ডেকে পাঠানো হচ🧸্ছে। এর জেরে আগামী দিনে অঘটন ঘটে যেতে পাಌরে।
এ๊দিকে মারুতি সুজুকি ইতিমধ্যেই সংশ্লিষ্ট গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করতে শুরু𝐆 করেছে। মারুতি সুজুকি জানিয়েছে, অনুমোদিত𓄧 মারুতি সুজুকি ওয়ার্কশপ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিফিকেশন পাঠানো হবে।
মারুতি সুজুকি জানিয়েছে, কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ক্রেতারা 'Imp customer info' শীর্ষক সেকশনে যেতে পারেন। সেখানে গিয়ে গাড়ির চেসিস নম্বর দিয়ে জেনে নিতে পারেন তাঁদের গাড়ির এয়ারব্যাগ বদলাতে হꦰবে কি না। গাড়ির আইডি প্লেটে চেসিস নম্বর দেওয়া আছে। গাড়ির রেজিস্ট্রেশন বা ইনভয়েসে চেসিস নম🌃্বর উল্লেখ করা রয়েছে।
মারু👍তি সুজুকি Dzire S tour গাড়ি ভারতে মোটামুটি ৬.০৫ লাখ থেকে শুরু হয়। সিএনজি ভার্সনেও এটা পাওয়া যায়।