বাংলাদেশে সদ্য হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি ঘিরে তুঙ্গে উত্তেজনা। সদ্য সেখানে চট্টগ্রামে চিন্ময়প্রভুকে প্রিজনভ্যানে তোলার সময়ে উত্তেজনা তৈরি হয়, সেখানে এক আইনজীবীর মৃত্যু ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে। এরই মাঝে বাংলাদেশের তপ্ত পরিস্থিতিতে বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এমনই দাবি মি💞ডিয়া রিপোর্টে। এই সাক্ষাৎ ঘিরে একাধিক জল্পনা উঠে আসছে।
এদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রেখেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি সাফ জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে, দিল্লি আহ্বান জানিয়েছে যাতে সেদেশে হিন্দু ও বাকি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের ইউনুস সরকার। দিল্লির সাফ বার্তা, বাংলাদেশের সরকারের উপরেই সেদেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বর্তায়। ফলে সেটা যেন নিশ্চিত হয়, তা ঢাকাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে দিল্লি। সেই প্রেক্ষাপটে এদিন, মোদীর সঙ্গে এস জয়শঙ্করের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন। শুধু বাংলাদেশের পরিস্🐎থিতিই নয়, সদ্য জিসেভেন-এ বিদেশমন্ত্রীদের বৈঠক ঘিরে ইতালিতে উপস্থিতির পর দেশে ফিরে সেই বৈঠক নিয়েও জয়শঙ্কর মোদীকে অবহিত করেছেন বলে খবর। রিপোর্টের দাবি, মনে করা হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। আজকে তাঁর সঙ্গে মোদীর সাক্ষাৎ ঘিরে স্বভাবতই জল্পনা তুঙ্গে।
(Right Time to Eat Fruit: ফল খাওয়ার সঠিক সময় কোনটি? কখন খা🐼ওয়া একদমই ঠিক নয়… রইল টিপস)
উত্তাল বাংলাদেশ:-
এদি🔯কে, দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে সদ্য গ্রেফতার করে সেদেশের ইউনুস সরকারের প্রশাসন। চিন্ময়কৃষ্ণ এরপর জামিন পাননি, তাঁকে জুডিশিয়ার কাস্টডিতে পাঠানো হয়। এদিকে, তাঁকে প্রিজনভ্যানে তোলার সময়ই চট্টোগ্রাম আদালত চত্বরে তুমুল বিক্ষোভ দেখান চিন্ময়প্রভুর অনুগামীরা। সেই সময়ই চট্টগ্রাম আদালত চত্বরে এক আইনজীবীর মৃত্যু হয়। তারপর থেকে পরিস্থিতি উত্তাল হতে থাকে। অভিযোগ, সইফুল ইসলাম আলিফ নামে ওই আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এদিকে, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার ডাক দিয়ে সেখানে হাইকোর্টে এক মামলা ওঠে। মামলায় ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে বাংলাদেশের হাইকোর্ট। এই পরিস্থিতিতে দিল্লিতে মোদী ও জয়শঙ্করের সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বল মনে করা হয়।