ভোর রাতের ভূমিকম্পে তুরস্কে ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেদশের এরদোগান। এরপরই স্থানীয় সময় দুপুর ১.২৪ মিনিট নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। প্রথম ভূমিকম্পের পর এই দ্বিতীয় ভূমিকম্প আরও এক বড় বিপর্যয় আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পে কম্পনের মাত্র🅠া রিখটার স্কেলে ছিল ৭.৯। দক্ষিণ পূর্ব তুরস্ক এই ভূমিকম্পে কেঁপে ওঠে বলে খবর। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে এই তথ্য় জানানো হয়। এদিকে, দুপুরের পর ফের একবার নতুন করে ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬। মোট ৩ টি ভূমিকম্প বিকেল পর্যন্ত অনুভূত হয়েছে সেদেশে বল খবর।
উল্লেখ্য, স্থানীয় সময় ভোররাত নাগাদ 🦂তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। সেই সময় কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৯। মুহূর্তে মৃত্যুর খবর আসতে থাকে। দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ১৩০০ হয়। এরপরই তুরস্কে স্থানীয় সময় দুপুর ১.২৪ মিনিট নাগাদ ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে দক্ষিণ পূর্ব তুরস্কে এই কম্পন অনুভূত হয়েছে। নতুন করে ঘটে যাওয়া ভূমিকম্পে কম্পনের মাত্রা ৭.৫ ছিল। দ্বিতীয় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে উঠে আসেনি। তুরস্কের শহর একিনোজুর থেকে ৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের এপিসেন্টার ছিল বলে জানা যায়। সূত্রের খবর, দ্বিতীয়বার যে ভূমিকম্প তুরস্কে অনুভূত হয়েছে, তা কাহারামানমারাস প্রভিন্সের এলবিস্তানে হয়েছে। যারফলে নতুন করে কম্পন অনুভূত হয়েছে সিরিয়ার দামাসকাস ও লাটাকিয়ায়।
(Live: ১২ ঘণ🌼্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক! আতঙ্কের প্রহর এলাকায়)
এদিকে ভয়াবহ প্রথম ভূমিকম্পের পর দ্বিতীয় ভূমিকম্পের জেরে ব্যাপক ত্রাস ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই🧸 আতঙ্কিক মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছেন। অন্যদিকে, আন্তর্জাতিক মহল থেকে সা♛হায্যে একাধিক দেশ তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে। ভারত থেকেও রওনা হচ্ছে উদ্ধারকারী দল। ১০০ সদস্যের এনডিআরএফের একটি দল সেখানে পৌঁছচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই দেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন।