বাংলা নিউজ > ঘরে বাইরে > Economic Survey 2023: 'অর্থনীতির ঘুরে দঁড়ানোর প্রক্রিয়া সম্পূর্ণ, এবার পরবর্তী ধাপের দিকে তাকাতে হবে'
করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে উঠেছে ভারতের অর্থনীতি। এবার আগামীর দিকে তাকাত༺ে হবে। এমনই জানালেন ভারতের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন।
মঙ্গলবার সংসদে আর্থিক বাজেট🌜 পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বলেন, ‘(ভারতের) অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রཧিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। নন-ব্যাঙ্কিং এবং কর্পোরেট ক্ষেত্রের ব্যালেন্স শিট এখন ভালো জায়গায় আছে। করোনাভাইরাস থেকে ঘুরে দাঁড়ানোর নিয়ে আমাদের আর কথা বলতে হবে না। এবার আমাদের পরবর্তী ধাপের দিকে তাকাতে হবে।’
আরও পড়ুন: Economic Survey 2023: রফতানিতে⭕ ধাক্কার আশঙ্কা, নয়া অর্থবর্ষে কমতে পারে ভারতের GDP বৃদ্ধির হার
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
পরবর্তী খবর