আজ (বুধবার) ভারতে দেখা যেতে পারে চাঁদ। আর আজ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখা গেলে আগামিকাল ভারতে পালিত হবে ইদ। দিল্লির ফতেহপুরি মসজিদের শাহি ইমান মুুফতি মহম্মদ মুকার্রাম আহমেদ জানিয়েছেন, চাঁদের দৃশ্যমানতার উপর ভিত্তি করে আগামিকাল (১৩ মে) বা শুক্রবার (১৪ মে) ভারতে ইদ পালিত হবে।এমনিতে রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর পালিত হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হল নবম মাস। আজ (বুধবার) ভারতে রমজান মাসের ২৯ তম দিন। আজ যদি চাঁদ দেখা যায় (অর্থাৎ নাহলে চাঁদ রাত হয়), তাহলে আগামিকাল ইদ পালিত হবে। নাহলে শুক্রবার পালিত হবে খুশির ইদ। ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ইসলাম সম্প্রদায়ের এই উৎসব। শাওয়াল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস। আর সেই মাসের প্রথম দিনেই ইদ-উল-ফিতর পালিত হয়। ইদের দিন বিশেষ নমাজের মাধ্যমে দিন শুরু করেন সকলে। আল্লাহকে ধন্যবাদ জানানোর দিন এই ইদ। প্রচলিত ধারণা অনুযায়ী, আল্লাহের নির্দেশে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা পালন করেন। কোরান অনুযায়ী, ইদের নমাজের পূর্বে রোজাদারদের জাকাত-আল-ফিতরের নিয়ম পালন করতে হয়। জাকাত অর্থাৎ দান করা।