ভুল স্বীকার করল জাতীয় নির্বাচন কমিশন। কার্যত মেনে ಌনিল যে তাদের তরফে ভুল তথ্য প্রকাশ করা হয়েছি🌄ল।
রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই স্বীকারোক্তি দেওয়া হয়। জানানো হয়, এই মুহূর্তে যে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন চলছে, সেখানকার💞 নির্বাচনী তথ্য প্রকাশ করতে গিয়ে তারা ভুল করেছে! একইসঙ্গে কমিশন জানিয়েছে, এই ভুল আসলে 'টাইপোগ্রাফিক্যাল এরর'। অর্থাৎ - সো💙জা কথায় যাকে আমরা 'টাইপো' বলি।
উল্লেখ্য, চলতি নির্বাচনী মরশুমে ঝাড়খণ্ডে বিধানসভার ভোট হচ্ছে মোট দু'দফায়। এর মধ্যে প্রথম দফার 🔥ভোটাভౠুটি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গত ১৩ নভেম্বর (২০২৪)। আর, দ্বিতীয় দফার নির্বাচনী প্রক্রিয়া সারা হবে আগামী ২০ নভেম্বর।
তথ্য বলছে, এই দুই দফার নির্বাচনেই তথ্য প্রকাশ করতে গিয়ে কাজে ভুল করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ কেন্দ্রগুলির বিস্তারিত তথ্য, ভোটদাতাদের সংখ্যা 🐠এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্য পেশ করতে গিয়ে এই ভুল করেছে তারা।
রবিবার সেই অভিযোগ কার্যত স্বীকার করে নেয় নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। ঝাড়খণ্ডের ꧙মুখ্য নির্বাচনী আধিকারিক নিজেই সেকথা জানিয়♔েছেন।
তিনি বলেন, বিভিন্ন বিধানসভা কেন্দ্র ধরে ধরে তথ্য প্রকাশ করা সময় ভুল হয়েছে। এই ভুলের মধ্যে রয়েছে - সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রগুলির নাম, তাদের অবস্থান সংক্র🃏ান্ত তথ্য।
তাছাড়া, বিভিন্ন𝕴 বিধানসভা কেন্দ্রে মোট কতজন করে ভোটার রয়েছেন, তাঁদের লিঙ্গভিত্তিক হিসাব ও অনুপাত কী - এই সমস্ত তথ্যগুলিতেও ভুল ছিল।
উ🌌ল্লেখ্য, গত ১৫ অক্টোবর দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও নির্ঘণ্ট ঘোষণা করা হয়। সেই সময়েই এই ভুলগুলি হয়।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দ🔯ফায় মোট ৪৩টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে। বাকি ৩৮টি আসনে ভোট গ্রহণ করা হবে ২০ নভেম্বর - দ্বিতীয় দফার নির্বাচনে।
ওই দ💃িন মোট ৫২২ জন প্রার্থী নিজেদের 'ভাগ্য পরীক্ষা' করাবেন। সব মিলিয়ে রাজ্যের ৮১টি বিধানসভা আসনের ফলাফল গণনা ও ঘোষণা করা হবে আগামী 🅠২৩ নভেম্বর।
এদিকে, হিসাব অনুস✤ারে, ঝাড়খণ্ডের বর্তমান বিধানসভার মেয়াদ রয়েছে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে তারপরই পরবর্তী বিধানসভা অধিবেশনের কাজ শুরু হবে।
আরও পড়ুন: নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ, ঝাড়খণ্ডে ভোট পর্বের মাঝে BJPকে বিতর্কিত সোশ্যাল মিডিয়া ༒পোস্ট ডিল⛦িট করতে বার্তা ECর