দিনে বিদ্যুতের দামে ছাড় দেওয়া হবে। কিন্তু রাতে যখন বিদ্যুতের চাহিদা শীর্ষে পৌঁছে যাবে, তখন বাড়তি টাকা গুনতে হবে গ্রাহকদের। ভারতে এমনই নীতি চালু করা হচ্ছে বলে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল থেকে সেই নয়া নীতি কার্য🌳কর হবে। তার ফলে পুনর্নবীকরণ বিদ্যুৎ ব্যবহারের পথে ঝুঁকবেন দেশবাসী। সেইসঙ্গে রাতে লাগামছাড়াভাবে এসির ব্যবহার রুখতে সেই নীতি চালু করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চের মধ্যে ভারতে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে। কারণ এসির ব্যবহার এবং শিল্পক্ষেত্রে বিদ্যুতর ব্যবহার অত্যন্ত বাড়বে।
ওই প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার নয়া বিদ্যুৎ নীতি চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। যা আগামী বছরের এপ্রিল থেকে বাণিজ্যিক এবং শিল্পের গ্রাহকদের জন্য চালু হতে চ🌟লেছে। ২০২৫ সাল থেকে অধিকাংশ গ্রাহকরা সেই নয়া নীতির আওতায় চলে আসবেন। শুধুমাত্র কৃষিক্ষেত্রের প্রয়োজ্য হবে না বলে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো 🐬হয়েছে।
আরও পড়ুন: AC bill saving tips: ১৮-তে AC না চালিয়ে এই তাপমাত্রা রাখুন, ৩০% কমবে বিদ্যুতের বিল, লাগবে ন๊া গরমও
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গ্রীষ্মকালে রাতে ব্যাপকভাবে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার করা হচ্ছে। নয়া নীতিতে যেহেতু র☂াতের বেশি বিদ্য়ুতের দাম গুনতে হবে, তাতে সেই প্রবণতা কমতে পারে। বিদ্যুতের লোড কমবে। রাতে কারেন্ট অফ হওয়ার আশঙ্কা কমবে। সেইসঙ্গে কার্বন নিঃসরণের মাত্রা কমবে (যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ তৈরি করা হয়)।