ඣঅত্য়ন্ত মর্মান্তিক ঘটনা। চেন্নাইয়ের রয়াপেত্তা এলাকায় হোটেলের লিফটে এক হোটেলকর্মীর পা আটকে গিয়েছিল। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। পরে মৃত্য়ু হয় ২৪ বছর বয়সি ওই হোটেলকর্মীর। পিটিআই সূত্রে খবর, ওই যুবকের নাম কে অভিষেক। পেরামবুরের হায়দার গার্ডেন এলাকার বাসিন্দা। মৃতের নাম কে অভিষেক।
🌌পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ২টো নাগাদ এই ঘটনা হয়। সূত্রের খবর, ওই হোটেল কর্মীর ৯ তলা থেকে লিফটে নামছিলেন। এদিকে তিনি একটি ট্রলি ব্যাগকে নামাচ্ছিলেন। সেই সময় কোনওভাবে আটতলায় ব্য়াগটি আটকে যায়। এরপরই ভয়াবহ ঘটনা।
🗹সংবাদ সংস্থা পিটিআই পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, ৯ তলা থেকে লিফটে চেপেছিলেন তিনি। এরপর ৮ তলায় নামার জন্য় তিনি বাটন প্রেস করেন। কিন্তু লিফটের দরজায় ট্রলিটি আটকে গিয়েছিল। অভিষেক লিফট আর দরজার মাঝখানে আটকে যান। এদিকে লিফট চলতে থাকে।
ꦛএকেবারে চিপে যান তিনি। তারপরই মর্মান্তিক মৃত্যু। এরপর দমকলে খবর দেওয়া হয়। তারা এসে দেহটি উদ্ধার করেন। পুলিশ জানিয়েছেন, একটি মামলা রুজু করা হয়েছে। লিফট ইন চার্জ গোকুল, চিফ ইঞ্জিনিয়ার বিনাথ কুমার ও হোটেল অপারেটিং ম্যানেজারের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।
ꦯপ্রাথমিকভাবে মনে করা হচ্ছে লিফটে হয়তো কোনও গণ্ডগোল ছিল। বা লিফটে গঠনগত কোনও ত্রুটি ছিল। যার জেরে ওই ব্যক্তি আটকে থাকা অবস্থাতেই লিফট চালু হয়ে যায়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই গাফিলতির পেছনে কারা রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। প্রথমদিকে তার পা আটকে গিয়েছিল লিফটে। তারপরই লিফট চলতে শুরু করে দেয়।
🐼তবে এর আগেও একাধিক লিফট দুর্ঘটনা হয়েছিল। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা তথা মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতা অজিত পাওয়ার লিফট দুর্ঘটনায় পড়েছিলেন আগেই। মহারাষ্ট্রের পুণেতে লিফট দুর্ঘটনার মুখে পড়েন তিনি। জানা গিয়েছে, শহরের হার্দিকর হাসপাতালের পাঁচতলা থেকে লিফটে উঠেছিলেন অজিত পাওয়ার। সেই সময় লিফটটি নীচে পড়ে যায়। অজিত পাওয়ার সহ আরও তিনজন সেই সময় লিফটে ছিলেন। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যান সকলেই। অক্ষত অবস্থায় লিফট থেকে বেরিয়ে আসেন তাঁরা।