সম্প্রতি ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করে তা বাতিলের দাবি জানিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। তবে মাস্কের সেই দাবির বিরোধিতা করে এবার কড়া বার্তা দিলেন ভারতের প্রাক্তন আইটি মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। গতকালই এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইলন মাস্ক লিখেছিলেন, 'ইলেকট্রনিক ভোটিং মেশিন বাতিল করে দেওয়া উচিত। মানুষ বা এআই দ্বারা ইভিএম হ্যাক হওয়ার সম্ভাবনা খুব কম। তাও তা হলেও হতে পারে। এই সম্ভাবনা অনেকটাই বেশি।' আর এরই জবাবে রাজীব চন্দ্রশেখর 'ভারতের থেকে শিক্ষা নেওয়ার' কথা বললেন মাস্ককে। (আরও পড়ুন: 'হিমশৈলের চূড়া', নিট তদন্তে সামনে এল নয়া তথ্য, সব প্রশ্নের জবা🍰ব দিচ্ছꦑে না NTA)
আরও পড়ুন: NSG-র ন🐎ামে ভুয়ো অ্যাকাউন্ট ধরতে ব্যর্থ, ১.৬৬ কোটির জরিমানা অ্যাক্সিস ব্যাঙ্ককে
আরও পড়ুন: জীবন বিমার নিয়মে বড়൲ পরিবর্তন আ𒈔নল আইআরডিএআই, কী বলছে নয়া বিধি?
উল্লেখ্য, আমেরিকার নির্দল প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র একটি পোস্ট করে পুয়ের্তো রিকোর নির্বাচনে ইভিএম বিভ্রাটের কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, 'অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, পুয়ের্তো রিকোর প্রাথমিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কিত শত শত ভোটিং অনিয়ম ঘটেছে। ভাগ্যক্রমে, এই ক্ষেত্রে পেপার ট্রেল ছিল তাই সমস্যাটি চিহ্নিত করা হয়েছিল এবং ভোটের সংখ্যা সংশোধন করা হয়েছিল। তবে যেখানে পেপার ট্রেল নেই, সেখানে কী হয়? মার্কিন নাগরিকদের নিশ্চিত হতে হবে যে তাদের প্রতিটি ভোট গণনা করা হয়েছে এবং তাদের নির্বাচন হ্যাক করা যায় না। নির্বাচনে ইলেকট্রনিক হস্তক্ষেপ এড়াতে আমাদের কাগজের ব্যালটে ফিরে আসতে হবে। আমার প্রশাসনের কাগজের ব্যালট কার্যকর হবে। এবং আমরা সৎ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেব।' এই পোস্টের পরিপ্রেক্ষিতেই ইভিএম বাতিলের দাবি করেছিলেন ইলন মাস্কও। (আরও পড়ুন: CM স্কিমে মুসলিম মহিলা ফꦫ্ল্যাট পাওয়ায় বিক্ষোভ, স্বতপ্রণোদিত মামলা করল না HC)
আরও পড়ুন: বাংলাদে🐬শের সোনালি ব্যাঙ্ককে প্রায় কোটি টাকা জরিমানা RBI-এর! কিন্তু কেন?
আর ইলন মাস্কের সেই দাবির পরিপ্রেক্ষিতে রাজ🦂ীব চন্দ্রশেখর এক সোশ্যাল মিডিয়া বার্তায় লিখলেন, 'এটি একটি সাধারণ বিবৃতি। এতে বোঝা যায় যে কেউই নিরাপদ ডিজিটাল হার্ডওয়্যার তৈরি করতে পারিনি। তবে এটা ভুল। ইলন মাস্কের এই দৃষ্টিভঙ্গি আমেরিকা এবং অন্যান্য জায়গায় প্রযোজ্য হতে পারে - যেখানে তারা ইন্টারনেট সংযুক্ত ভোটিং মেশিন তৈরি করে থাকে। কিন্তু ভারতীয় ইভিএমগুলি কাস্টম ডিজাইন, সুরক্𓂃ষিত এবং যেকোনও নেটওয়ার্ক বা মিডিয়া থেকে বিচ্ছিন্ন - কোনও সংযোগ নেই, কোনও ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেট নেই। অর্থাৎ এটা হ্যাক করার কোন উপায় নেই। ফ্যাক্টরি প্রোগ্রাম করা কন্ট্রোলার যা পুনরায় প্রোগ্রাম করা যায় না এই ইভিএম। ভারত যেমন করে দেখিয়েছে, সব জায়গায় তেমন ইলেকট্রনিক ভোটিং মেশিন যে তৈরি করা যেতে পারে। ইলনকে এই নিয়ে টিউটোরিয়াল দিতে পারলে আমরা খুশি হব।'