পাঁচ রাজ্যে ভোট মিটতেই ছ'কোটি কর্মচারীকে ধাক্কা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। একধাক্কায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হ🗹ার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করে দিয়েছে। যা গত ৪৫ বছরে সর্বনিম্ন। ১৯৭৭-৭৮ সালে ইপিএফে🍌 সুদের হার ছিল আট শতাংশ।
ইপিএফের নিয়ম কী?
বেসিক স্যালারি এবং মহার্ঘ ভাতা (ডিএ) মিলিয়ে কোনও কর্মচারীর মাসিক বেতন যা হয়, তার উপর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার ধার্🏅য করা হয়। ‘এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন’ বাবদ যে ১২ শতাংশ অর্থ দেওয়া হয়, তার ৩.৬৭ শতাংশ যায় কর্মচারীদের ইপিএফ অ্যাকাউন্টে। বাকি টাকা জমা পড়ে এমপ্লয়িজ পেনশন স্কিমে (ইপিএস)। সেই পরিস্থিতিতে একধাক্কায় ইপিএফের সুদের হার কমিয়ে দেওয়ায় কর্মচারীদের সঞ্চয় কোপ পড়তে চলেছে। মূল্যবৃদ্ধির মধ্যে যা কর্মচারীদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। সেই পরিস্থিতিতে কর্মচারীদের কত টাকার লোকসান হয়েছে, তা দেখে নিন একনজর🧸ে -
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হারের ক্যালকুলেটর (EPF Calculator):
১) ধরা যাক, বেস🌺িক স্যালারি এবং মহার্ঘ ভাতা (ডিএ) মিলিয়ে কোনও কর্মচারীর মাসিক বেতন ১৫,০০০ টাকা। 🅘আর ইপিএফে সুদের হার ৮.১ শতাংশ।
২) বেসিক স্যালারি+ডিএ = ১৫,০০০ টাকা।
৩) ইপিএফে কর্মচারীদের প্রদেয় টাকাꦿ (এমপ্লয়িজ কন্ট্রিবিউশন): ১৫,০০০ টাকার ১২ শতাংশ অর্থাৎ ১,৮০০ টাকা।
৪) ইপিএসে কোম্পানির প্রদেয় টাকা (এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন): ১৫,০০০ টাকার ৮.৩৩ শতꦫাংশ অর্থাৎ ১,২৫০ টাকা।
৫) ইপিএফে কোম্পানির ꦯপ্রদেয় টাকা (এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন): ১,৮০০ টাকা - ১,২৫০ টাকা = ৫৫০ টাকা।
৬) প্রতি মাসে মোট ইপিএফ জমা পড়ে: ১,৮০০ টꦛাকা + ৫৫০ টাকা = ২,৩৫০ টাকা।
ইপিএফে সুদের হার ৮.১ শতাংশ হলে প্রতি মাসে ০.৬৭৫ শতাংশ হবে।𒊎 যা আগে ছিল ০.৭০৮ (৮.৫ শতাংশ হারে)।
৭) প্রথম মাসে ইপিএফে মোট প্রদেয় টাকা: ২,৩৫০ টাকা।
৮) এপ্রিলে ইপিএফে মোট প্রদেয় টাকা: ২,৩৫০ টাকা।
৯) মে মাসে ইপিএফে কত সুদ হবে? ৪৭০০ টাকা*০.৬৭৫ শতাংশ = ৩১♏.৭২ টাকা হবে। আগে যা ৩৩.২৯ টাকা হত♕।