রাজস্থানে সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল আগেই। এবার এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের আরও এক প্রাক্তন সদস্যের বিরুদ্ধে। তার ভিত্তিতে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ রবিবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের নাম রামু রাম রাইকা। অভিযোগꦿ, তিনি নিজের ছেলে ও মেয়েকে সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছিলেন। ঘটনায় রামুর মেয়ে শোভা রাইকা, ছেলে দেবেশ রাইকাকেও গ্রেফতার করেছে এসওজি। পাশাপাশি মঞ্জু দেবী, অবিনাশ পালসানিয়া এবং বিজেন্দ্র কুমার নামে আরও তিনজন পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। উল্🐷লেখ্য, তারা সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এসআই হিসেবে প্রশিক্ষণরত রয়েছেন।
আরও পড়ুন: ফর্ম ফিলাপ করেননি যুবক, ফুড S.I-এর মেধা তালিকায🍨় নাম দেখেই হতবাক! থানায় অভিযোগ
২০২১ সালে এই সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হয়েছিল। এসওজির এডিজিপি ভি কে সিং বলেছেন, শনিবার রামু রাম রাইকার সন্তানদের রাজস্থান পুলিশ ট্রেনিং একাডেমি থেকে এবং আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের সময় জানা গিয়েছে, রামু রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন সদস্য। পরীক্ষার অনেক আগে কিছু উৎস থেকে তিনি প্রশ্নপত্র পেয়েছিলেন এবং সন্তানদের তা স💟রবরাহ করেছিলেন। এর জন্য প্রশ্ন প্রদানকারীর কাছে বেশ কিছু অর্থ দিয়েছিলেন রামু। তার তথ্য প্রমাণ পাওয়ার পরেই তাকে গ্রেফতার করে এসওজি।
আধিকারিকরা জানিয়েছেন, রাইকা ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪ বছরের জন্য রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। সেই সময় রাজস্থান পাবলি🐟ক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন বাবু লাল কাটারা নামে এক ব্যক্তি। প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে এর আগে তাকে গ্রে🔜ফতার করেছিল এসওজি। ২০২২ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।