ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হারের বড়সড় পরিবর্তন করল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দু'কোটি টাকার কম মূল্যের এফডিতে সেই সুদের হার পরিবর্তন করা হয়েছে। আর সেই পরিবর্তনের ফলে সাতদিন থেকে ১০ বছরের মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার তিন শতাংশ থেকে ছয় শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। শুধুমাত্র যে এফডি বা স্থায়ী আমানতের মেয়াদ এক বছরের, সেই এফডিতে সাত শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা (সাধারণ মানুষ)। যে নয়া সুদের হဣার শুক্রবার (২৬ মে) থেকে কার্যকর হয়েছে।
বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার (সাধারণ মানুষের ক্ষেত্রে)
১) ৭ দিন থেকে ৪৫ দিন: তিন শতাংশ।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
৩) ১৮০ দিন থেকে ২৬৯ দিন: পাঁচ শতাংশ।
৪) ২৭০ দিন থেকে ১ বছরের কম : ৫.৫ শতাংশ।
৫) ১ বছর: সাত শতাংশ (এক বছরের মেয়াদের ফিকღ্সড ডিপোজিটের ক্ষেত্💞রেই সুদের হার সবথেকে বেশি)।
৬) ১ বছর থেকে ২ বছরের কম: ছয় শতাংশ।
৭) ২ বছর থেকে ৩ বছরের কম: ৬.৭৫ শতাংশ।
৮) ৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৫ শতাংশ।
৯) ৫ বছর থেকে ১০ বছর: ছয় শতাংশ।
আরও পড়ুন: FD Secret Trick: এভাবে ফিক্সড ডিপোজিট করলেই বেশি 𓄧টাকা পাবেꦛন! জেনে নিন সহজ ট্রিক
প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটের সুদের হার
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সাত দিন থেকে ১০ বছরের মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রে প্ﷺরবীণ ꦯনাগরিকরা তিন শতাংশ থেকে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। সর্বাধিক সুদ মিলবে এক বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে - ৭.৫ শতাংশ।
১) ৭ দিন থেকে ৪৫ দিন: তিন শতাংশ।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
৩) ১৮০ দিন থেকে ২৬৯ দিন: ৫.৫ শতাংশ।
৪) ২৭০ দিন থেকে ১ বছরের কম : ছয় শতাংশ।
৫) ১ বছর: ৭.৫ শতাংশ।
৬) ১ বছর থেকে ২ বছরের কম: ৬.৫ শতাংশ।
৭) ২ বছর থেকে ৩ বছরের কম: ৭.২৫ শতাংশ।
৮) ৩ বছর থেকে ৫ বছরের কম: ৭.২৫ শতাংশ।
৯) ৫ বছর থেকে ১০ বছর: ৬.৭৫ শতাংশ।
আরও পড়ুন: PNB Best FD Rate: সময়ের আগে ফিক্সড ডিপো🙈জিট ভাঙলেও লাগবে না জরিমানা!
(এ🦩ই খবরটি আপনি ꦿপড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )