মনোমালিন্যের জেরে স্বামীর দ্বারা গৃহবধুর আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এবার সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে মারধর, চড় মারার অভিযোগ উঠল তাঁর মহিলা লিভ ইন পার্টনারের বিরুদ্ধে। সেই চড় মারার ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে শেয়ার 🅰করেছেন ওই আইনজীবী। তা ব্যাপক ভাইরাল হয়েছে। তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ওই আইনজীবীর নাম মনু অভিষেক ভরদ্বাজ। ভিডিয়োতে তিনি নিজেকে একজন নির্যাতিত বলে দাবি করেন।
আরও পড়ুন: মহিলাকে চুলের মুঠি ধরে গাড়িতে তো🔯লার অভিযোগ পুরুষ পুলিশের বিরুদ্ধে, ক্লোজ ASI
ওই আইনজীবী তাঁর বান্ধবীর পরিচয় প্রকাশ করে ভিডিয়োটি সোশ্যাল মাধ্যম💞ে শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনও একটি বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত তর্কাতর্কি চলছে। তখন ওই যুবক তার বান্ধবীকে আঘাত করতে বলেন। আর মহিলাটি কোনওরকম দ্বিধা না করেই তার গালে চড় মারেন। শুধু তাই নয় তাকে গালিগালাজও করেন। অভিষেক তার সোশ্যাল মিডিღয়া অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন। যার পরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি মুছে ফেলেন।
তিন🌱ি ইনস্টাগ্রামের একটি পোস্টে বলেছেন, তার পোস্ট করা ভিডিয়োটি মিম পেজ এবং টুইটারে পুনরায় পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি অপব্যবহার করার নিন্দা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভিডিয়োটি পুনরায় শেয়ার না করার জন্য তিনি নেটিজেনদের আবেদন জানিয়েছেন।
পড়ুন: পরকীয়া সন্দেহে মহিলাকে মারধরের পর মাথা কামিয়ে জুতোর মালা পꦫরিয়ে ঘোরানো হল
অভিষেক নেটিজেনদের কাছে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিষয়টি না বাড়াতে অনুরোধ করে আরেকটি ভিডিয়ো শেয়ার করেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখায় যে তিনি একজন পার্ট টাইম সুপ্রিম কোর্টের আইনজীবী এবꦫং একজন ক﷽মেডিয়ান।