পুরীতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় দুর্ঘটনা। একটি বাজির স্তুপে আগুন ধরে তাতে দগ্ধ হয়ে গুরুতর আহত হলেন ২৫ জন। এই দুর্ঘটনায় ১ জনের মৃত্যুও ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিকে জানা গিয়েছে, আহতদের মধ্য🔴ে আরও চারজনের জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করার 🎀নির্দেশ দিয়েছেন নবীন পট্টনায়ক।
আরও পড়ুন: অহিন্দু হয়েও পুরীর জগন্নাথ মন্দিরে ෴প্রবেশ, নিয়ম ভেঙে ꩲগ্রেফতার ৯ বাংলাদেশি
জানা গিয়েছে, বুধবার রাতে পুরীতে ভগবান জগন্নাথের চন্দন যাত্রা উৎসব পালন করছিলেন ভক্তরা। তাতে প্রচুর ভক্তের সমাগম হয়। উৎসবকে কেন্দ্র করে বাজি-পটকা ফাটানো হচ্ছিল। সেই সময় আগুনের স্ফুলিঙ্গ কোনওভাবে বাজির স্তুপে গিয়ে পড়ে। তার ফলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আশেপাশে থাকা ভক্তরা আগুনের সংস্পর্শে চলে আসেন। প্রাণ বাঁচাতে অনেকেই সেখানে অবস্থিত একটি জলাশয়ে ঝাঁপ দেন। ঘটনাটি কেন্দ্র📖 করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
ওড়িশার মুখ্যমন্ত্রী ছাড়াও এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র 🔯প্রধান। তিনি এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘চন্দন যাত্রার সময় নরেন্দ্র পুষ্করিনী দেবী ঘাটে যে দুর্ঘটনা ঘটেছে সেটি খুবই দুর্ভাগ্যজনক। দুর𒀰্ঘটনায় অনেকে আহত হয়েছেন। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমি ব্যথিত এবং মর্মাহত। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’