গুজরাটের ভালসাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল হামসফর এক্সপ্রেস ঘিরে। সেখানে শনিবার চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, ট্রেনটি তিরুচিরাপল্লী থেকে শ্রীগঙ্গানগর পর্যন্ত যাচ্ছিল। অগ্নিকাণ্ডে কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। ট💖্রেন থামিয়ে যাত🅺্রীদের নামিয়ে নেওয়া হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনের পাওয়ার ভ্যানের কামরা থেকে ওই আগুন লাগে বলে জানা গিয়েছে। ২২৪৯৮ ট্রেনটিতে আগুন লাগে বলে খবর। তিরুচিরাপল্লী জংশন থেকে রওনা হয়ে ট্রেনটি গুজরাটের শ্রীগঙ্গানগর জংশনের দিকে যাচ্ছিল। তখনই গুজরাটের ভালসাদে এই অগ্নিকাণ্ড ঘটে যায়। রেলের তরফে জানানো হয়েছে মুহূর্তে যাত্রীদের ট্রেন থ𝐆েকে নামানো হয়েছে। সকলেই রয়েছেন নিরাপদে।
উ꧙ল্লেখ্য, ট্রেনের পাওয়ার কোচে আগুন লাগে বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। তবে ট্রেনের নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করাল এই ঘটনা। প্রসঙ্গত, কয়েক মাস আগে, ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি ভোলেনি দেশ। সেখানে শতাধিক মানুষের মৃত্যু, হাজারের বেশি মানুষের আহত হওয়ার ঘটনা অনেককেই স্মম্ভিত করেছে। গোটা পরিস্থিতি স্বাভাবিক করতে রেল চলাচল ওই লাইনে স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় গিয়েছিল। পরে রেল মন্ত্রককে নিয়েও প্রশ্ন তোলে বিরোধীরা। দাবি ওঠে রেল মন্ত্রীর পদত্যাগের। এ♏রপর গুজরাটে হামসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ফের একবার সেই প্রশ্ন উস্কে দিল। এদিনের ঘটনায় রেলের রক্ষণাবেক্ষণ বিভাগের কাজ নিয়ে উঠছে প্রশ্ন। শনিবারের ঘটনায় শর্ট সার্কিট থেকে আগুন বি১ কোচে লাগে বলে জানা গিয়েছে।