ভয়াবহ গুলি চালনার ঘটনা দিল্লির সকেত কোর্টে। সেখানে ভরা কোর্ট চত্𒆙বরে গুলি চালনার জেরে আহত হয়েছেন ২ জন। এক মহিলার পেটে লাগে গুলি। এরপর থেকেই কোর্টের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দিল্লির ডিএসপি সাউথ চন্দন চৌধুরী জানিয়েছেন, ‘দুইজন… একজন মহিলা ও একজন আইনজীবী গুলিবিদ্ধ হয়েছেন গুলি চালনার ঘটনায়’। জানা গিয়েছে আহতদের তড়িঘড়ি দিল্লির এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত মহিলার নাম এম রাধা। তাঁর বয়স ৪০। প্রশ্ন উঠছে, কেন ওই মহিলা ও তাঁর আইনজীবীকে টার্গেট করে গুলি করা হল তা নিয়ে। পুলিশ বলছে, একটি গুলি মহিলার হাতে লাগে, অন্য গুলিটি লাগে পেটে। সেই অবস্থাতেই তাঁকে দিল্লির ম্য়াক্স হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খুবই ভয়াবহ ছবি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োর দৃশ্যে ধরা পড়েছে দিল্লির সকেত কোর্টের ভিতরের ছবি। ( অক্ষয় তৃতীয়া ꦛকবে পড়ছে? 🦋পুজোর সময়কাল, সোনা কেনার শুভক্ষণ দেখে নিন)
( 🏅টায়ার থেকে বেরিয়ে গেল হাওয়া, প্লেন কাত হয়ে গেল কলকাতা বিমানবন্দরে! এরপর?)
জানা যাচ্ছে, ওই মহিলাকে যখন গুলি করা হয়, তখন তিনি তাঁর আইনজীবীর সঙ্গে ছ𓆏িলেন। উল্লেখ্য, এই প্রথম নয়, দিল্লির কোর্ট চত্বরে গুলি চালনার ঘটনা আগেও ঘটেছে। সেবার ২০২২ সালে দিল্লির রোহিনী কোর্টে এক আইনজীবীর ছদ্মবেশে আসা ব্যক্তি গুলি চালায়। সেই দিন গ্যাংস্টার জিতেন্দ্র মান এরফে গোগিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর ২০২৩ সালে ২১ এপ্রিলের ঘটনা। জানা গিয়েছে, এইদিনও আইনজীবীর ছদ্মবেশে গুলি চালনা হয়। মনে করা হচ্ছে, যে ব্যক্তি আজ গুলি চালিয়েছে, সেই অভিযুক্ত আগে বার কাউন্সিলের সদস্য ছিলেন তবে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। এমনই অনুমান পুলিশের। আততায়ীর খোঁজে নেমেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমে অপরাধের উদ্দেশ্য নিয়েও রয়েছে পুলিশের প্রশ্ন।
এই খবরটি আপনি পড়তে পারেন🐲 HT ෴App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক