আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস। এবারের ঘটনাস্থল ছত্তীসগড়। অভিযোগ, ট্রায়াল রান চলার সময় সেমি হাইস্পিড এই অত্যাধুনিক ট্রেনে হামলা চালান এ♉লাকারই কয়েকজন যুবক। ঘটনায় এখনও পর্যন্💛ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
আরপিএফের এক আধিকারিক 'আজ তক'কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ১৬ তারিখ থেকে সংশ্লিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির নিয়মিতভাবে যাত্রী পরিষেবা দেওয়ার কথা রয়েছে। স♈েই কারণেই ট্রায়াল রান চলছিল। শ🌠ুক্রবার সেই ট্রায়াল রান চলাকালীনই ট্রেনের উপর হামলা চালানো হয়।
আরপিএফের দেওয়া তথ্য অনুসারে, ছত্তীসগড়ের মহাসন্মুদ অঞ্চলের বাগবাহরা রেল স্টেশনের কাছে হামলার ঘটনাটি ঘটে। ট্রায়াল রান চালানোর সময় ট্রেনের ভিতরেও সশস্ত্র নিরাপত্তারক্ষীরা ছিল♋েন। তাঁরাই হামলার বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানান🅠।
প্রাথমিকভাবে জানা যায়, ট্রায়াল রান চলাকালীন বাগবাহরা রেল স্টেশনের কাছে ট্রেনের কামরা লক্ষ্য করে একের পর এক পাথর ছোড়া হয়। 🔴এর ফলে ট্রেনের তিনটি কামর🍌ার জানলার কাচ ভেঙে যায়।
এই খবর পাওয়ার পরই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয় রেল পুলিশের তরফে। পরবর্তীতে হামলায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়। আর🤪পিএফ সূত্রে খবর, ধৃতরা হলেন - শিব কুমার বাঘেল, দেবেন্দ্র কুমার, জীতু পাণ্ডে, লেখরাজ সোনওয়ানি এবং অর্জুন যা♑দব। এঁরা প্রত্যেকেই বাগবাহরা এলাকার বাসিন্দা।