সামনেই পুজো। তার আগে দেশের আরও ১২ টি শহরে নিজেদের ব্যবসার শুরু করতে চলেছে ফ্লিপকার্ট হোলসেল। যা ফ্লিপকার্ট গ্রুপের ডিজিটাল বি২বি বাজার। সংস্থার তরফে দাবি করা হয়েছে, নয়া সিদ্ধান্তের মাধ্যমে মুদিখানা এবং ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ব্যবসায় আরও ডিজিটাইলাইজেশন করা হবে। তার ফলে যেমন ব্যবসা দ্রুত বাড়বে তেমনই গ্রাহকদের ধরে রাখা যাবে। বাড়বে মুনাফা।গাজিয়াবাদ, ফরিদাবাদ, মাইসোর, চণ্ডীগড় ট্রাইসিটি, মীরাট, আগ্রা, জয়পুর, থানে-ভিওয়ান্দি-উলহাসনগর, গ্রেটার মুম্বই, ভাসাই-ভিরার-মিরা-ভায়ানাদার, থানে (কল্যাণ-দম্বিভলি) এবং থানেতে (নাভি মুম্বই) এবার থেকে ফ্লিপকার্ট হোলসেল শুরু হচ্ছে।ফ্লিপকার্ট হোলসেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আদর্শ মেনন বলেন, ‘আমরা উৎসব মরশুমের দিকে এগোচ্ছি। তাই ১২ টি শহরে সুযোগ-সুবিধার মাত্রা বাড়ানোর বিষয়ে আমরা অত্যন্ত উত্তেজিত। তার মাধ্যমে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি ব্যবসা এবং মুদিখানা দোকানের জন্য আরও সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হচ্ছে। ট্রেন্ডে থাকা জয়পুরী কুর্তি থেকে শুরু করে মাইসোর সিল্ক শাড়ি, ছোটো ব্যবসায় যাতে আরও বেশি ডিজিটাল মাধ্যমে হয়, আমরা সেই চেষ্টা করছি। তার ফলে ব্যবসার বহরও বাড়বে।’ তিনি জানান, প্রথম আত্মপ্রকাশ করার পর থেকে বিভিন্ন প্রথমসারির ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং মুদিখানা দোকানের জন্য সেই কাজটাই করছে ফ্লিপকার্ট হোলসেল। মেননের কথায়, 'ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং মুদিখানা দোকানের বৈভব বৃদ্ধি পাচ্ছে এবং ভারতে লাখ লাখ নয়া ও দারুণ জীবনযাপনের সুযোগ তৈরির ক্ষেত্রে অবদান রাখছে, তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি।'