ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। একই অবস্থ🐻া আরও একাধিক নদীরও। ফলে হু হু করে জল ঢুকতে শুরু করেছে একাধিক জায়গায়। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে অসমের বহু এলাকা। তার ফলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ জন। ঘরছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ। এছাড়াও ডিব্রুগড় জেলায় ব্রহ্মপুত্রের একটি চরে আটকে পড়েছিলেন ১৩ জন মৎস্যজীবী। তিনদিন পর তাঁদের ভারতীয় বায়ুসেনা হেলিকপ্টারে করে উদ্ধার করতে সক্ষম হয়েছ🔴ে অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ)। অন্যদিকে, অরুণাচল প্রদেশেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: চোখের নিমেষে বন্যার গ্রাসে ভেঙে পড়ল বাড়ি! অসমে আতঙ্কে🍃র ছবি
এএসডিএমএ জানিয়েছে, এখনও পর্যন্ত অসমে বন্যা কবলিত জেলার সংখ্যা ১৯টি। শেষ ২৪ ঘণ্টায় অসমের বিভিন্ন জে🦹লায় আরও চার লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবমিলিয়ে অসমে বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬.৪৪ লাখ মানুষ। তাছাড়া, অরুণাচলের সীমান্ত এলাকার দিকে ভূমিধসের ফলে দুই রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। প্রসঙ্গত, ৫ জুলাই পর্যন্ত অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করে♓ছে আইএমডি।
অসমের লখিমপুরে ১.৪৩ লক্ষেরও বেশি মানুষ এবং অরুণাচল সীমান্তবর্তী জেলা ধেমাজিতে ১ লক্ষেরও বেশি ম𝔉ানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। অসমের বিভিন্ন জেলা জুড♕়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। এদিকে, তিনসুকিয়া জেলায় বন্যার ফলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার ফলে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে।