চার ধর্ষককে ক্♐ষমা করে দেওয়ার আর্জ🌼ি জানিয়েছিলেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন নির্ভয়ার মা আশাদেবী। তিনি বলেন, 'তাঁর (জয়সিং) মতো মানুষের জন্য নির্যাতিতারা সুবিচার পায় না।'
আরও পড়ুন: 'মে🙈য়ের মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে', কাঁদতে কাঁদ♐তে বললেন নির্ভয়ার মা
২০১২ সালের ১৬ ডিসেম্বরের সেই রাতেরಞ পর সাত বছর ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে নির্ভয়ার পরিবার। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট - সর্বত্র দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখনও ফাঁসি কার্যকর হয়নি। গত ৭ জানুয়ারি মৃত্যু পরোয়ানা জারি হলেও নিয়মের বেড়াজালে ২২ জানুয়ারির ফাঁসির তারিখ পিছিয়ে যায়। গতকাল নয়া মৃত্যু পরোয়ানা জারি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট নির্দেশ দেয়, ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় চার দোষীর ফাঁসি কার্যকর হবে। ফের ফাঁসির দিন পিছিয়ে যাওয়ায় হতাশা চেপে রাখেননি নির্ভয়ার মা।
আরও পড়ুন: নির্ভয়া-দোষীদের ফাঁসির ড্রেস রিহার্সাল꧋ হল তিহাড়ে
সেই ঘটনার মধ্যেই বর্ষীয়ান আইনজীবী টুইট করেন, 'আমি আশাদেবী যন্ত্রণা অনুভব কর✅তে পারছি। তবে আমার আর্জি, সনিয়া গান্ধীর উদাহরণ তিনি (আশাদেবী) অনুসরণ করুন। যিনি নলিনীর মৃত্যদণ্ড চাননি। আপনার সঙ্গে আছি আমরা। কিন্তু মৃত্যুদণ্ডের বিরোধী আমরা।'
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডের সাত 🌄বছর- ফাঁসুড়ে হতে চেয়ে বিদেশ থেকে চিঠি তিহাড়ে
বর্ষীয়ান আইনজীবীর প্রতিক্রিয়ার পর আশাদেবী বলেন, 'আমায় পরামর্শ দেওয়ার ইন্দিরা জয়সিং কে? সারা দেশ চায়, দোষীদের ফাঁসি হোক। আমি বিশ্বা♐স করতে পඣারছি না, আমায় এরকম পরামর্শ দেওয়ার সাহসও কীভাবে পেলেন ইন্দিরা জয়সিং। তাঁর সঙ্গে সুপ্রিম কোর্টে আমার অনেকবার দেখা হয়েছে। আমি কেমন আছি, তা একবারও জানতে চাননি। আজ উনি দোষীদের হয়ে মুখ খুলছেন। ধর্ষকদের সমর্থন করে এরকম লোকেরা নিজেদের জীবিকা নির্বাহ করেন, তাই ধর্ষণের ঘটনা বন্ধ হয় না।'
আরও পড়ুন : তৈরি তিহাড়, নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসির দায়িত্বে মীরাটের ফাಌঁসুড়ে