ভারতীয় গয়নার বাজারে নয়া ইতিহাস রচনা করল রুপো। টেক্কা দিল🎀 সোনাকে! ধনতেরাসের সময় এই পট-পরিবর্তন নজর কেড়েছে গয়না ব্যবসায়ী থেকে শুরু বাজᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার বিশেষজ্ঞদেরও।
তথ্য বলছে, ভারতীয় বাজারে এই প্রথমবার 🐈ক্রেতাদের মধ্যে সোনার তুলনায় রুপোর চাহিদা অধিক দেখা গিয়েছে। কারণ, ধনতেরাসের সময় খুব স্বাভাবিকভাবেই সোনার দাম ছিল আকাশছোঁয়া। তাই ཧঅধিকাংশ মানুষই সোনার বদলে রুপো কেনা শ্রেয় বলে মনে করেছেন।
ইন্ডিয়ান বুলিয়꧙ান অ্য়ান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতা এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, 'গত বছরের ধনতেরাসের তুলনায় এবছর রুপোর দাম প্রায় ৪০ শতাংশ বেশি ছিল। তা সত্ত্বেও রুপোর বিক্রি বেড়েছে ৩০ থেকে ৩৫ শতাংশ।'
তিনি আরও বলেন, 'আমরা এই সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করে তা একত্রিত করছি। কারণ, এই প্রথম রুপোর এত ব𝔉েশি চাহিদা বাꦯজারে দেখতে পাওয়া গেল।'
তাঁর মতে, সোনার দাম সকলের নাগালের মধ্যে থাকে না। ♔অথচ, রুপোও একটি মূল্যবান ধাতু। কিন্তু, তার দাম কম। তাই এবছর সোনার তুলনায় রুপো কেনাই যুক্তিযুক্ত মনে করেছেন অধিকাংশ ক্রেতা।
ভারতীয়দের কাছে সোনা কেনার অর্থ হল, হাতে থাকা অর্থ বিনিয়োগ করা। যাতে তা থেকে ভবিষ্যতে লাভবান হওয়া ♛যায়। সুরেন্দ্র মেহতা মনে করেন, 'মানুষ আসলে বুঝতে শুরু করেছে, রুপোয় বিনিময়োগ করা আদতে অত্যন্ত লাভজনক এবং যুক্তিযুক্ত একটি সিদ্ধান্ত।'
তথ্য বলছে, এবারের ধনতেরাসে একদিকে যেমন রুপোর বিক্রি বেড়েছে ৩০ থেকে ৩৫ শতাংশ। অন্যদিকে, সোনার বিক্রি কমেছে ১৫ শ🦹তাংশ। গত উৎসবের মরশুমে যেখানে প্রায় ৪২ টন সোনা বিক্রি হ⛦য়েছিল, এবার সেই বিক্রির পরিমাণ কমে হয়েছে প্রায় ৩৫ থেকে ৩৬ টন।
যদিও সোনা বিক্রি করে আমদানি কমেনি। কারণ, এই মরশুমে সোনার গড় দাম বেড🅠়েছে প্রায় ৩০ শতাংশ। ফলত, গত বছর যেখানে ২৪,০০০ থেকে ২৫,০০০ কোটি টাকার সোনা বিক্রি হয়েছিল, এবার সেই অর্থমূল্য়ের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ২৮,০০০ কোটি টাকা।
কিন♛্তু বিশ্ব স্বর্ণ পরিষদের আশঙ্কা, সোনার এই আকাশ ছোঁয়া দাম বৃদ্ধির জেরেই সোনা কেনায় মানুষের উ✨ৎসাহ কমছে। তাদের পূর্বাভাস হল, দাম বাড়ার ফলে গত চার বছরের নিরিখে ২০২৪ সালে ভারতে সবথেকে কম সোনা কেনা হতে পারে!
প্রসঙ্গত, গ্রাহকের চাহিদার নিরিখে সোনা কেনার তালিকায় বিশ্বের মধ্য়ে ভারতের ꧙স্থান দ্বিতীয়। বিশ্ব স্বর্ণ পরিষদের হিসাব অনুসারে, এবছর ভারতে স♔ব মিলিয়ে ৭০০ থেকে ৭৫০ টন সোনা কেনা হতে পারে।